তৃণমূল কংগ্রেসের পার্শ্ব শিক্ষক সমিতি, মাধ্যমিক ,প্রাথমিক শিক্ষক সমিতি ও ওয়েবকুটার ডাকে ২১জুলাই এর প্রস্তুতি সভা

নীরেশ ভৌমিক : উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস পার্শ্ব শিক্ষক সমিতি, মাধ্যমিক ,প্রাথমিক শিক্ষক সমিতি ও ওয়েবকুটা এর ডাকে অনুষ্ঠিত হলো ২১জুলাই এর প্রস্তুতি সভা বারাসাত রবীন্দ্রভবন প্রেক্ষা গৃহে।

উপস্থিত ছিলেন বনগাঁ সংগঠনের রাজ্য সভাপতি রমিউল ইসলাম শেখ, বনগাঁ জেলা সভাপতি নাজিমুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক শুভঙ্কর মন্ডল,রাজ্য নেতা মলয় মন্ডল,জেলা সহ সভাপতি নিলয় দাস,

জেলা কোষাধ্যক্ষ সুকুমার দেবনাথ, বিষ্ণুপদ বিশ্বাস,পঙ্কজ রায়, ভজ হরি মন্ডল, মর্মিতা পান্ডে সহ উত্তর ২৪ পরগনার ডিপিএসসি চেয়ারম্যান দেবব্রত সরকার , তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র, বিশ্বজিৎ দাস,

বিধায়িকা বিনা মন্ডল ,রফিকুর রহমান ,জুলফিকার সরদার, কল্যাণ মজুমদার ,রাজ্য নেতা বিজন বাবু ,পলাশ বাবু। এছাড়া সভায় ছিলেন মাধ্যমিক, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব গণ।

উপস্থিত নেতৃত্ব গণ মাননীয় অভিষেক ব্যানার্জি ও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞগতা জানান। ২১ জুলাই সবাই ধর্মতলায় যাওয়ার শপথ নেন ও তৃণমূল কংগ্রেস এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

তরুণ শিক্ষক নেতা শুভঙ্কর বাবু বলেন ,”আমরা পার্শ্ব শিক্ষক/শিক্ষিকাগন মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশে ছিলাম, আছি ও থাকবো। আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নিকট আমাদের পার্শ্ব শিক্ষক দের বেতন বৃদ্ধির কাতর অনুরোধ জানাচ্ছি।








