আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

খেলাপ্রতিভার সন্ধানেরাজ্যসর্ম্বধনাস্বাস্থ্য

জাতীয় উন্মুক্ত তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপ-২০২৫ থেকে ২ গোল্ড, ২ সিলভার ও ৮ ব্রোঞ্জ পদক জিতে ফিরলো হেলেঞ্চার ঐতিহ্যবাহী এ.টি.এস একাডেমী

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- পশ্চিমবঙ্গের হাওড়া লিচু বাগান ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ৫ম ভারত প্রগ্রেসিভ কাপ ২০২৫ জাতীয় উন্মুক্ত তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপ-২০২৫। গত ১১ই জুলাই থেকে ১৩ই জুলাই দু’দিন ব্যাপী এই জাতীয় উন্মুক্ত তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল নকআউট তাইকোয়ান্দো একাডেমি ইন্ডিয়া। যার প্রচারের দ্বায়িত্বে ছিল ‘নির্ভেদ্যা স্পোর্টস সেন্টার অফ এক্সিলেন্স’।

জানা গেছে, দেশের বিভিন্ন এলাকা থেকে মোট ৪৬৫ জন ক্রীড়াবিদ এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। বরাবরের মত উক্ত প্রতিযোগিতায় হেলেঞ্চা এ.টি.এস একাডেমীর পক্ষে ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তার মধ্যে ১২জন প্রতিযোগী-ই সফলভাবে বিজয়ী কাপ সহ পুরস্কার ছিনিয়ে আনতে সক্ষম হয়। যার মধ্যে ছিল গোল্ড মেডেল ২টা, সিলভার মেডেল ২টা, এবং ব্রোঞ্জ মেডেল ৮টা।

হেলেঞ্চা এ.টি.এস একাডেমীর সু-যোগ্য কোচ জহিরুল ইসলাম বিশ্বাসের অনবদ্য প্রশিক্ষণে আশির্ব্বাদপুষ্ট স্বর্ন জয়ী দু’জন যথাক্রমে শ্রেষ্ঠা বিশ্বাস ও পিয়ুশা মজুমদার, রৌপ্য জয়ী দু’জন যথাক্রমে স্নেহা সরদার ও প্রিয়াঙ্কা মন্ডল এবং কায়স্থ জয়ী আট জন যথাক্রমে ঐশি হালদার, সৌহার্দ্য সরকার, আনিফ ইসলাম বিশ্বাস, কনিষ্ঠা বিশ্বাস, প্রিয়া বিশ্বাস, ববিতা বালা, জনিফ ইসলাম বিশ্বাস ও রিমি খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *