আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরনাট্যানুষ্ঠানবিনোদনসাংস্কৃতিক অনুষ্ঠান

“রবীন্দ্র-নজরুল সন্ধ্যা” পালিত হল দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে

নীরেশ ভৌমিক : গত ২০শে জুলাই রবিবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে পালিত হল “রবীন্দ্র-নজরুল সন্ধ্যা” এবং এই অনুষ্ঠানের শুরুতে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয় ‘দৃষ্টি’র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র ‘শিল্পশালা প্রাঙ্গণে।

পশ্চিমবঙ্গের জেলাস্তরের নাট্য দলগুলির মধ্যে দত্তপুকুর “দৃষ্টি” বর্তমানে অন্যতম জনপ্রিয় ও সর্বজনবিদিত একটি দল। ১৯৯০ সালে দল গঠনের পর থেকেই বিভিন্ন গঠনমূলক ও সংস্কৃতিমূলক কর্মকান্ডের মাধ্যমে “দৃষ্টি” আজ বাংলা থিয়েটার চর্চার জগতে এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

এদিনের অনুষ্ঠানটি নিতান্তই স্বল্প সময়ে ও স্বল্প পরিসরে আয়োজন করা হলেও “দৃষ্টির” সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় ও বিভিন্ন গুণীজন সমাগমে অনুষ্ঠানটি একটি অন্য মাত্রা পায়, এদিনের সান্ধ্যকালীন

অনুষ্ঠানটির উদ্বোধন হয় একটি “রবীন্দ্র -নজরুল নৃত্য কোলাজের” মাধ্যমে অংশগ্রহণে ছিল ঐশী, অহনা, ভূমি ও শ্রেয়া, এরপর আমন্ত্রিত অতিথি বর্গ এবং “দৃষ্টি” র সদস্য বৃন্দদের দ্বারা পরিবেশিত বিভিন্ন বক্তব্য,নাচ,গান ও আবৃত্তি তে অনুষ্ঠানের সন্ধ্যাটি মুখরিত হয়ে ওঠে।

এসবের সাথেই এই দিন মঞ্চস্থ হয় দত্তপুকুর দৃষ্টির দুটি প্রযোজনা, শ্রুতি নাটক – সূক্ষ্ম বিচার, রচনা – রবীন্দ্রনাথ ঠাকুর, অংশগ্রহণে – মনোজ ঘোষ ও সুমন মিরবহর, আবহ প্রক্ষেপণ – সুরজিৎ দাস এবং সব শেষে মঞ্চস্থ হয় নাটক – আশ্রম পীড়া,

রচনা – রবীন্দ্রনাথ ঠাকুর, অংশগ্রহণে – জয় বিশ্বাস, অভীক মজুমদার, চন্দ্রদীপ দাস, সৈকত ভট্টাচার্য্য ও তিয়াস মিরবহর, আবহ প্রক্ষেপণ – ঐশী ভট্টাচার্য্য। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন শুভব্রত ভট্টাচার্য্য।

এদিনের সন্ধ্যায় আমন্ত্রিত সকলেই অনুষ্ঠানটির গুরুত্ব ও স্বার্থকথা নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং “দৃষ্টি” র কর্ণধার মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য্য মহাশয় এই দিনের তাৎপর্য ও আগামীতে তাঁদের থিয়েটার

কেন্দ্রিক যে কর্মসূচী সে বিষয়ে তাঁর মূল্যবান বক্তব্য রাখেন সবশেষে “দৃষ্টি”র সকল সদস্য ও উপস্থিত সকল দর্শক বৃন্দদের নিয়ে এক নৈশভোজের মাধ্যমে এদিনের অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *