অরন্য সপ্তাহে বন উৎসব পালিত হল কবিতীর্থ সাহিত্য পত্রিকার

নীরেশ ভৌমিক :- গত ২০ জুলাই রবিবার দত্তপুকুরে বন উৎসব পালিত হল কবিতীর্থ সাহিত্য পত্রিকার উদ্যোগে। কবিতীর্থ সাহিত্য পত্রিকা, সাহিত্যের সাথে সাথে সারা বছর বিভিন্ন রকম সামাজিক কাজ করে থাকে,

এই কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এ বছরও বৃক্ষরোপণে ব্রতী হয়েছে তারা। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের সর্বস্তরের লোকজন।

বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, ডঃ মনোজ কুমার ঘোষ, ডঃ অনুপ সরকার, দত্তপুকুরের বর্ষীয়ান কবি কুমারেশ চক্রবর্তী মহাশয়, বিশিষ্ট শিক্ষক প্রাণ কৃষ্ণ নন্দী, সমাজকর্মী শ্যামল অধিকারী।

দত্তপুকুর ব্যয়াম সমিতি ক্লাব ও সাধারণ পাঠাগারের সম্পাদক সুব্রত দাস ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। কবিতীর্থ সাহিত্য পত্রিকার তরফে উপস্থিত ছিলেন পত্রিকার প্রকাশিকা ইতি হালদার, সহ-সম্পাদক অনিন্দিতা দত্ত রায় ও পার্থ মন্ডল, সক্রিয় সদস্য সোমা সেন এবং কবি তীর্থ সাহিত্য পত্রিকার সম্পাদক বরুন হালদার মহাশয়।

এই বন মহোৎসবের অনুষ্ঠানে কবিতীর্থ সাহিত্য পত্রিকার সম্পাদক বরুণ হালদার মহাশয় সকলের প্রতি আবেদন রাখলেন, আসুন আমরা সকলে একটি করে গাছ লাগাই, প্রত্যেকে একটি করে গাছ লাগাতে পারলে ভারতবর্ষে সবুজ বিপ্লব ঘটবে, এই গাছ আগামী প্রজন্মেকে সুন্দর পরিবেশ উপহার দেবে বলে আমার বিশ্বাস, ধন্যবাদ সকলকে।









