আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

কৃষিজেলার খবরসভা ও সমাবেশ

পাট চাষিদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল গোবরাপুরের ফকিরবাগান ও ভরতপুরে

নীরেশ ভৌমিক :- ১৪ই জুলাই তারিখে আই.সি.এ.আর.-নিনফেট কলকাতার সহযোগিতায় ও ইচ্ছামতী ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের পরিচালনায়, গোবরাপুরের দুটি পৃথক স্থান ফকিরবাগান ও ভরতপুরে ১২৫ জন করে মোট ২৫০ জন পাট চাষিদের নিয়ে অনুষ্ঠিত হল এক সচেতনতা শিবির ,

ডিস্ট্রিবিউশান কাম ডেমস্ট্রেশান অব নিনফেট – সাথী রেটিং টেকনোলজি । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. শেখর দাস- সিনিয়ার সাইন্টিস্ট আই.সি.এ.আর.-নিনফেট, সুজিত কর – অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর,

অমিত দাস সিনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ইচ্ছামতী ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। পৃথক সময়ে অনুষ্ঠিত দুটি অনুষ্ঠানে চাষিদের পাটের রেটিং কীভাবে নির্ধারণ করবেন এবং পাট জাগ দেওয়ার আধুনিক পদ্ধতি

ও নিনফেট সাথির ব্যবহার ও এর গুনাগুন সরাসরি ফিল্ড লেভেলে ডেমস্ট্রেশানের মাধ্যমে দেখান হয়। এইদিন উপস্থিত চাষিদের মধ্যে নিনফেট সাথি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *