আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবরনাট্যানুষ্ঠানবিনোদনসর্ম্বধনাসাংস্কৃতিক অনুষ্ঠান

আট দিন ব্যাপী বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালার আয়োজন করে গোবরডাঙ্গা মৃদঙ্গম

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- মৃদঙ্গম- এর বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা প্রতিবছরের মতো এবছরও গোবরডাঙ্গা মৃদঙ্গম বিদ্যালয় ভিত্তিক নাট্যকর্মশালার আয়োজন করেছিল গত ১৪ জুলাই থেকে ২১ জুলাই ২০২৫, অশোকনগর বাণীপীঠ বালিকা উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)– এ ।

এটি ছিল গোবরডাঙা মৃদঙ্গম –এর ১নং বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা । ৮ দিনের এই নাট্য কর্মশালায় বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ২২ জন মেয়েরা অংশগ্রহণ করেছিল । এই নাট্যকর্মশালায় বিভিন্ন ধরনের খেলার মধ্যে দিয়ে শিশুদের মনোবিকাশের ও উদ্ভাবনী শক্তির উপরে বেশি জোর দেয়া হয়েছিল ।

কর্মশালার শেষ দিন অর্থাৎ ২১ জুলাই ২০২৫ মেয়েদের দ্বারা নির্মিত নারীদের জীবনী নিয়ে নাটক “উত্তরণ” স্কুলের অন্যান্য শ্রেণীর ছাত্রি, শিক্ষিকা ও কিছু অভিভাবকদের সামনে উপস্থাপিত করা হয়।

শেষের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসিদ্ধ সাংবাদিক নীরেশ ভৌমিক ও পাঁচুগোপাল হাজরা মহাশয়। অভিভাবকরা নিজের সন্তানকে নতুন ভাবে আবিষ্কার করে।

এই কর্মশালার শিবির পরিচালক ছিলেন সংস্থার কর্ণধার ও নাট্য পরিচালক বরুণ কর । প্রশিক্ষক হিসেবে এই কর্মশালায় শিক্ষা প্রদান করেছে সংস্থার বিভিন্ন সদস্য ও সদস্যরা

যেমন- মনি মোহন মণ্ডল, প্রিয়াঙ্কা কুন্ডু, গোপাল বিশ্বাস, সৌমিতা দত্ত বনিক, বর্নালী সেন, স্বাস্বত বিশ্বাস, বিজয় প্রামানিক এবং আরো অন্যান্য সদস্যরা।

বিদ্যালয়ের শিক্ষিকারা সমস্ত অংশগ্রহণকারী ছাত্রীদের হাতে কর্মশালার শংসাপত্র তুলে দেন এবং ঘোষণা করেন আগামী দিনে এই ধরনের নাট্যকর্মশালা আয়োজন আরও করবেন ।

বিশেষ করে যারা বিদ্যালয়ে আসতে আগ্রহী নয় সেই সমস্ত বাচ্চাদেরকে এই ধরনের কর্মশালার মধ্যে দিয়ে বিদ্যালয়ের মুখী করবার প্রচেষ্টা করবেন।

সর্বশেষে সংস্থার কর্ণধার সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে আরো বেশি করে এই ধরনের বিদ্যালয় ভিত্তিক কর্মশালা করাতে পারেন সেই আশা রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *