বর্ণচোরার বিদ্যালয় ভিত্তিক নাট্যকর্মশালা অনুষ্ঠিত হল হাবড়া জয়গাছি কলোনি জি,এস,এফ,পি ,স্কুলে

নীরেশ ভৌমিক :- বিদ্যালয় ভিত্তিক নাট্যকর্মশালা অনুষ্ঠিত হলো গত ৪ঠা-৫ই জুলাই এবং ১১ই -১২ই জুলাই এই চার দিন হাবড়া জয়গাছি কলোনি জি,এস,এফ,পি ,স্কুলে। প্রায় ৪০ জন ছাত্রছাত্রীকে নিয়ে। থিয়েটার হল শিক্ষার অনন্য বিষয়, সেই বিষয়কে ব্যবহার করে শিশু কিশোর মনে নান্দনিক ভাবে জীবনকে গড়ে তোলা যায় তারই শিক্ষা দেন হাবড়া বর্ণচোরা নাট্য সংস্থার পরিচালক

ও নাট্যকার সুবীর নারায়ন দাস, সঙ্গে ছিলেন সংস্থার সম্পাদক অব্দিক দাস, টুম্পা বসু,মুন্না দাস, রমা দাস, প্রিয়াঙ্কা হাওলাদার প্রমুখ। বিদ্যালয়ের মাননীয়া শিক্ষিকা রিয়া সরকার বিশেষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন । থিয়েটারে লোকশিক্ষা হয় ,সেই শিক্ষার অ-আ-ক-খ কর্মশালার মাধ্যমে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মনের মাঝে বীজ বপন করা হয় প্রশিক্ষকদের হাত ধরে।

সকল ছাত্র-ছাত্রীগণ মহা আনন্দের সাথে ওই চারটি দিন নাটকের পাঠ গ্রহণ করে। স্কুলের প্রধান শিক্ষক অরুপ কুমার সাহা বক্তব্যে বলেন, নাটক হল শিক্ষার অঙ্গন। নাট্য শিক্ষার মাধ্যমে শিশু কিশোর মনের বিকাশ আরো প্রসারিত হবে বলে তিনি এই আয়োজন করেছেন। তিনি অভিনন্দন জানান হাবড়া বর্ণচোরা নাট্য সংস্থাকে।

নাট্য প্রশিক্ষক সুবীর নারায়ণ দাস কর্মশালার মাধ্যমে প্রস্তুত করেন রবীন্দ্রনাথের “জুতা আবিষ্কার” কবিতা অবলম্বনে একটি নাটক। সংস্থার সম্পাদক অব্দিক দাস জানান সংস্থার পক্ষ থেকে বিদ্যালয় ভিত্তিক নাট্যকর্মশালা একটি স্কুলের মধ্যে সীমাবদ্ধ নয়, আরো স্কুলে স্কুলে এই নাট্য কর্মশালা বিস্তার করবেন।

নাট্য কর্মশালার শেষ দিনে নাট্য প্রশিক্ষক সুবীর নারায়ন দাস শিশুদের উপহার স্বরূপ যাদু প্রদর্শন করেন এবং নাট্য কর্মশালায় প্রস্তুত করা “জুতা আবিষ্কার” নাটকটি অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাগনের উপস্থিতিতে ছাত্র-ছাত্রীরা উপস্থাপনা করে । দর্শক বৃন্দ মহা আনন্দে তা উপভোগ করেন।









