ঠাকুরনগরের প্রতিধ্বনির অন্তরঙ্গ নাট্যোৎসবে দারুন সাড়া

নীরেশ ভৌমিক : পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর আর্থিক সহায়তায় ঠাকুরনগরের প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থা এক দিবসীয় এক নাট্য উৎসবের আয়োজন করে।

গত ২৬ জুলাই স্থানীয় বিনয় মজুমদার স্মৃতি মঞ্চে আয়োজিত অন্তরঙ্গ নাট্য উৎসবের উদ্বোধন করেন প্রবীণ নাট্য ব্যক্তিত্ব মুকুন্দ চক্রবর্তী। সংস্থার বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষিকা মাম্পি দাস এর নির্দেশনায়

সংস্থার নৃত্য শিক্ষার্থীগণ পরিবেশিত এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত নাট্যোৎসবের সূচনা হয়।প্রতিধ্বনি আয়োজিত এদিনের নাট্য উৎসবে তিনখানি নাটক মঞ্চস্থ হয়।

শুরুতেই বসিরহাটের কিংশুক নাট্যদল মঞ্চস্থ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে সকলের ভালো লাগার নাটক ‘তারাপদ’। দ্বিতীয় নাটক মহাভারতের কাহিনী অবলম্বনে বাগনা আলো নাট্য সংস্থার নাটক ‘বসুসেন’।

এদিনের শেষ নাটক আয়োজক প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থার নতুন নাটক ‘ফেরার ডাক’ বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা সুশান্ত বিশ্বাসের নির্দেশনায় সমৃদ্ধ নাটকটি সমবেত দর্শক সাধারনের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে।

এদিনের নিম্নচাপের অঝোর ধারাকে উপেক্ষা করেও বহু নাট্যমোদী মানুষজন পরিবেশিত নাটকগুলি বেশ উপভোগ করেন।









