আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অন্যান্য।জেলার খবরদুর্নীতিসীমান্তের সমস্যা

অনুপ্রবেশকারীদের নামে জাল নথিপত্র তৈরীর মুল পান্ডা গ্রেফতার

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- বাগদার বানেশ্বরপুর গ্রাম থেকে অনুপ্রবেশকারীদের নামে জাল নথিপত্র তৈরীর মুল পান্ডাকে গ্রেফতার করলো বাগদা থানার পুলিশ। জানা গেছে উক্ত ব্যাক্তির নাম রাজকুমার বারুই। সে মোটা টাকার বিনিময়ে বানেশ্বরপুরে মুদী দোকানের আড়ালে অনুপ্রবেশকারীদের জন্য জাল আধার-ভোটার কার্ড ইত্যাদি বানানোর কাজ করতো বলে অভিযোগে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ উদ্ধার করেছে বহু জাল কাগজ পত্র, সিল ও সফটওয়্যার ইত্যাদি।

পুলিশ জানায়, এটি একটি ‘ডিপ রুটেড চক্র’, যার যোগ বাংলাদেশ সীমান্তে। ৭ দিনের পুলিশ হেফাজতে রাজকুমার। এই ঘটনায় রাজনৈতিক তরজা উঠেছে চরমে। তৃণমূল বলছে, ধৃত রাজকুমার বিজেপি-র লোক। আবার বিজেপির পাল্টা দাবি, “ও তাদের কেউ নয়!” তবে সঠিক তদন্তে আরও বিস্ফোরক তথ্য প্রাপ্তির সম্ভাবনা আছে বলে মনে করছেন এলাকার অভিজ্ঞ মহল। তাদের বক্তব্য, এধরণের কর্মকান্ড দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক”এই ঘটনা শুধু বেআইনি নয়, দেশের সার্বভৌমত্বের উপরও এক বড় আঘাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *