রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব

নীরেশ ভৌমিক :- রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে যথাযোগ্য ভাবে পালিত হলো রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন মৈত্রের বন্ধন মানুষের সঙ্গে মানুষের সমস্ত ভেদাভেদ ভুলে এক মিলন উৎসব। ২০০০ সাল থেকে টানা ২৫ বছর রবীন্দ্র নাট্য সংস্থা পথে দাঁড়িয়ে পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করে চলেছে।

গোবরডাঙ্গায় প্রথম রাখি বন্ধনের সূচনা করেন রবীন্দ্র নাট্য সংস্থা ।পথ চলতি মানুষকে ২০০০ সালে প্রথম হাতে রাখি পরিয়ে ছিল আজও সেই কাজে তারা অমলিন। রবীন্দ্র নাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য বলেন “থিয়েটার শিল্পীদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ বড়ই কম

রাখিবন্ধনের মাধ্যমে আমরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করি এবং আগামী প্রজন্মের কাছে সৌভাতৃত্ব ও মিলনের বার্তা পৌঁছে দিয়ে থাকি।”অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক নীরেশচন্দ্র ভৌমিক, পলাশ মন্ডল, পাঁচু গোপাল হাজরা প্রমুখ ব্যক্তিবর্গ।

নৃত্য পরিবেশন করে ঈপ্সিতা, ও রবীন্দ্র নাট্য সংস্থার শিশু শিল্পী বৃন্দ অঞ্জলি মৃধা, দেবযানী মিস্ত্রি, দিয়া মিস্ত্রী। আবৃত্তি পরিবেশন করে, আলোকবর্তিকা ভট্টাচার্য। সংগীত পরিবেশন করে শিশু শিল্পী অভীক দত্ত ও মেদিয়া মেঠো পথের শিল্পী বৃন্দ, মিতা নট্ট, লাভ বিশ্বাস, চন্দন বিশ্বাস, দোলা নাগ,

মীনাক্ষী দাস, দাসুদেব দাস, মানিক চক্রবর্তী, অশ্রুকণা খাসকেল, তবলা সঙ্গত করেন ইন্দ্রজিৎ নাট্য। সংস্থার নাট্যকর্মীরা পবিত্র সরকার, শিবানন্দ মন্ডল, দেবব্রত মজুমদার,

প্রদীপ ভট্টাচার্য, দিয়া দাস, শ্রাবন্তী সরকার, অনিমা সরকার, ঝুমা ঘোষ, ঋতুপর্ণা মুখার্জি, শ্যামল দাস পথচলতি প্রায় দুই হাজার মানুষের হাতে রাখি পরিয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলে।










