আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদন

সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে স্কুলে একটি প্রযোজনা’র রাখি বন্ধন উৎসব।

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- প্রতি বছরের মত এবছরও একটি প্রযোজনা’র সদস্যরা কালিদাসী মিত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে সৌভ্রাতৃত্বের রাখি বেঁধে দিয়ে রাখি বন্ধন উৎসব উদযাপন করল।
রাখীবন্ধন উৎসব বা রাখীপূর্ণিমা উৎসব সৌভাতৃত্বের প্রতীক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসব সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে এক হওয়ার ডাক দিয়ে প্রচলন করেন।

এটি সকল ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখীটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক।

১৯০৫ খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানের পুনঃসূচনা করেছিলেন বাংলার মানুষের মনে ভ্রাতৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে।
এই উদ্দেশ্যকেই মাথায় নিয়ে ছোটদের মধ্যে ভাতৃত্ববোধ ও নারীদের প্রতি সম্মানবোধ জাগ্রত করতে ক্ষুদে স্কুল পড়ুয়াদের সাথে রাখি বন্ধন উৎসব উৎযাপন করল একটি প্রযোজনা নাট্যসংস্থা। এদিন কালিদাসী মিত্র বিদ্যালয়ের প্রায় পঞ্চাশজন শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর হাতে রাখি পরিয়ে সামান্য মিষ্টিমুখের আয়োজন করেছিলেন সংস্থার অন্যতম শ্রীমতী সমাপ্তি ঘোষ।

সাথে ছিলেন সুনিতা দত্ত ও অর্পিতা হালদার। স্কুলে এসে পড়াশুনার সাথে হঠাৎ এমন একটি অনুষ্ঠানে সামিল হতে পেরে বেজায় খুশি ক্ষুদে পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষক ও সহশিক্ষকেরা একটি প্রযোজনা সংস্থার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন সুন্দর একটি অনুষ্ঠানের জন্য ও তাঁদের স্কুলের বাচ্চাদের পাশে থাকার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *