গাইঘাটায় সাড়ম্বরে অনুষ্ঠিত যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে রাখীবন্ধন উৎসব

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মত এবারও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও গাইঘাটা পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের সহযোগিতায় ৯ আগস্ট সারা রাজ্যের সাথে চাঁদপাড়াতেও মহাসমারোহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী রাখী বন্ধন উৎসব।

সেই সঙ্গে দিনটিকে সংস্কৃতি দিবস হিসেবেও উদযাপন করা হয়।এদিন মধ্যাহ্নে চাঁদপাড়াস্থ ব্লক কার্যালয় সংলগ্ন জাতীয় সড়ক যশোর রোডের পাশের অনুষ্ঠান অঙ্গনে পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচির কন্ঠে ‘কবিগুরুর আগুনের এই পরশমণি ছোঁয়াও প্রাণে’ সংগীতের মধ্য দিয়ে

ব্লকের নবাগত ব্লক যুব আধিকারিক প্রদ্যুৎ বৈরাগী কর্তৃক মঙ্গলদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে আয়োজিত রাখী বন্ধন উৎসবের সূচনা হয়। ছিলেন ব্লকের বিডিও নীলাদ্রি সরকার, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, সহ-সভাপতি অজয় দত্ত, কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, অঞ্জনা বৈদ্য,

বাপী দাস, নিরুপম রায়, স্থানীয় জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস ও শিপ্রা বিশ্বাস প্রমুখ। আসেন গাইঘাটা থানার ভারপ্রাপ্ত ওসি রাখহরি ঘোষ ও বনগাঁর এসডিপিও অর্ক পাজাঁ। উদ্যোক্তা যুব আধিকারিক প্রদ্যুৎ বাবু আগত সকলকে স্বাগত জানান।

উপস্থিত সকলে সমবেত কন্ঠের রাজ্য সংগীত ‘বাংলার মাটি বাংলার জল পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান’ সংগীতের মধ্য দিয়ে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন বিডিও নীলাদ্রি সরকার, সমিতির সভাপতি ইলা বাকচি, নিরুপম রায়, উত্তম মন্ডল প্রমূখ।

সংগীত পরিবেশন করে শোনান সহ-সভাপতি অজয় দত্ত, কবিতা আবৃত্তি করে শোনান ব্লকের আইডিও দেবাশিস দাস, অঞ্জনা বৈদ্য ও গোবিন্দ কুণ্ডু প্রমূখ।উদ্যোক্তারা উপস্থিত ব্যক্তিবর্গ সহ পথ চলতি সাধারণ মানুষজনের হাতে সম্প্রীতির রাখী পড়িয়ে শুভেচ্ছা জানান এবং সকলের হাতে লাড্ডু (মিষ্টি )তুলে দেন।

বিডিও নীলাদ্রি বাবু পথ চলতি এক ভ্যানচালকের হাতে সৌভ্রাতৃত্বের রাখী পরিয়ে শুভেচ্ছা জানান। পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহের সূচারু সঞ্চালনায় এদিনের রাখী বন্ধন উৎসব উদযাপন অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।









