হেলেঞ্চা ড.বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্রী NSS স্বেচ্ছাসেবিকা তিথি বিশ্বাস যে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত মাত্র দু’জনের মধ্যে একজন, ১৫ই আগস্টের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ‘দিল্লীর’ আমন্ত্রণ পেয়ে উজ্জ্বল করলো বাগদার মুখ

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দিল্লিতে স্বাধীনতা দিবস উদযাপনে সোনায় লেখা ঐতিহাসিক মুহূর্ত: ১৫ আগস্ট, লালকেল্লায় প্রধানমন্ত্রীর বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিথি বিশ্বাস ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত দিল্লিতে থাকা NSS স্বেচ্ছাসেবিকা তিথি বিশ্বাস, উত্তর ২৪ পরগনার একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আরেকজন মালদা কলেজের মোঃ ইত্তেফাজ আহমেদ ১৫ই আগস্টের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাত্র দু জন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হওয়ার নিদর্শনই যেন তাদের সৎ পরিশ্রম ও সমাজসেবামূলক অঙ্গীকারের স্বীকৃতি। ‘Swachhata Hi Seva’, ‘Diwali With My Bharat’, ‘Viksit Bharat’, ‘My Bharat Outreach’– এ জাতীয় জাতীয় উদ্যোগগুলোতে তিথির সক্রিয় ও মনস্তাত্ত্বিক অবদান ছিল নির্ধারক।

এই প্রচার, আন্দোলন ও সমাজসেবার মাধ্যমে তিনি শুধু নিজের যোগ্যতার প্রমাণ দেননি, বরং যুব সমাজকে দেশপ্রেম, নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক নাগরিকত্বের শক্তিশালী বার্তা দিয়েছেন। তিথির এই যাত্রা শুধুমাত্র একটি সম্মান নয়, বরং দেশের তরুণ সমাজের জন্য এক অনুপ্রেরণার আলোকবর্তিকা। নির্বাচিত স্বেচ্ছাসেবক হিসেবে তিথি যখন লালকেল্লার ঐতিহাসিক মঞ্চে ঊজ্জ্বল করবেন, তা হবে আমাদের সমাজসেবার অভিযাত্রায় এক অনন্য অধ্যায়। এসম্পর্কে কলেজের NSS Programme Officer, কৌশিক সাউ বলেন, “এ হল আমাদের কলেজ তথা আমাদের NSS Unit-এর জন্য এক বিশাল প্রাপ্তি।” এর জন্যে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করেন WBSU NSS Unit, RD NSS Kolkata এবং পশ্চিমবঙ্গ রাজ্য NSS দপ্তর-কে। পাশাপাশি কলেজের অধ্যক্ষ Dr. Chittaranjan Das জানিয়েছেন, এরকম মহতী অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করায় ভীষণই গর্বিত ও আপ্লুত। তার ভাষাতেই, “সারা দেশ থেকে মাত্র ৫০ জন NSS Volunteer-কে এই সম্মান স্মরণীয় করে তুলেছে—এবং তিথির এই যাত্রা সবাইকে অনুপ্রাণিত করবে।









