এজেন্সি নয়, চাকরি চাই এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ সভা বয়রায়
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : মুখ্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের সকল জেলা ও ব্লকের ন্যায় বাগদা ব্লকেও এজেন্সি নয়, চাকরি চাই এই স্লোগানকে সামনে রেখে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বয়রা পঞ্চায়েতের বয়রা বাজারে অনুষ্ঠিত হল এক প্রতিবাদ সভা।
উক্ত সভায় তৃনমুল কংগ্রেসের বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদার বিধায়ক তথা বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা, বয়রার পঞ্চায়েত প্রধান অসিত মন্ডল, পঃসঃ সহসভাপতি তরুন ঘোষ, তৃনমুল কংগ্রেস নেত্রী প্রতিমা রায়,সংখ্যালঘু সেল নেতা ইব্রাহিম মন্ডল প্রমূখ।