আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোবরডাঙ্গা শিল্পায়নে হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান উদযাপিত

নীরেশ ভৌমিক :- স্বাধীন ভারতের আসন্ন ৭৯ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারত সরকারের পূর্বাঞ্চল সংস্কৃতিকেন্দ্রের সহ-যোগিতায়’হর ঘর তিরঙ্গা’শীর্ষক দেশাত্মবোধক এক মনোঞ্জ অনুষ্ঠানের আয়োজন করে নাটকের শহর গোবরডাঙ্গার অন‍্যতম নাট‍্যদল শিল্পায়ন।

গত ১১ ই আগস্ট শিল্পায়ন স্টুডিও থিয়েটারে আয়োজিত উৎসবের সূচনা করেন বিশিষ্ট নাট‍্যব‍্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়।প্রখ্যাত নৃত্য শিল্পী ও নৃত্য শিক্ষিকা বনালী বসু পরিচালিত গোবরডাঙ্গা সৃজনীর নৃত্য শিল্পীগণ ধনধান‍্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, ও মোদের গরব,মোদের আশা আ’মরি বাংলা ভাষা ইত‍্যাদি দেশাত্মবোধক সংগীতের সাথে নৃত্য পরিবেশন করেন।

দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী আত্রেয়ী দত্ত চৌধুরী, দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করেন শিক্ষিকা জবা কুন্ডু,শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়,দেশাত্মবোধক ইংরেজি কবিতা আবৃত্তি করে শোনায় ছোট্ট বন্দিশ বন্দোপাধ্যায়(গুল্লু)আগামী ১৫ ই আগস্ট কিশোর কবি সুকান্তের

শতবর্ষে জন্মজয়নী উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ করেন তরুণ কবি রাজু সরকার এবং একটি দেশাত্মবোধক কবিতাও আবৃত্তি করেন।দেশাত্মবোধক সংগীতের সাথে গৌড়ীয় নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট নৃত্য শিল্পী ও নৃত্য শিক্ষক জয়ন্ত বিশ্বাস।

নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী দীতিকা সরকার মীনাক্ষী কুন্ডু,তানিশা রায় প্রমুখ বিশিষ্ট নৃত্য শিল্পীগন। স্বাধীনতা সংগ্ৰাম ও স্বাধীনতা সংগ্ৰামীদের স্মরণে জাদু প্রদর্শন করেন বিশিষ্ট নাট‍্যব‍্যক্তিত্ব ও জাদুকর চাঁদপাড়া অ্যাক্টোর কর্ণধার সুভাষ চক্রবর্তী,পরিবেশিত হয় মচ্ছলন্দপুর ইমন মাইম

সেন্টার প্রযোজিত এবং সংস্থার প্রাণপুরুষ ধীরাজ হাওলাদার নির্দেশিত সাম্প্রদায়িক সম্প্রীতির উপর মূকাভিনয় নাটক ‘মেরা মাটি মেরা দেশ’ সবশেষে বিশিষ্ট গায়ক ও নাট‍্যভিনেতা জীবন অধীকারীর উদাত্ত কন্ঠে গাওয়া দেশাত্মবোধক ও লোকগান সমবেত দর্শক ও শ্রোতামন্ডলীকে মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে সকল শিল্পীদের হাতে জাতীয় পতাকা (তেরাঙ্গা)তুলে দিয়ে শুভেচ্ছা জানান উদ‍্যোক্তা আশিস চট্টোপাধ্যায় স্বনামখ‍্যাত নাট‍্যভিনেতা শৌড়িক সরকারের সুচারু সঞ্চালনায় সমগ্ৰ অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *