আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবর

বৃক্ষরোপণ ও রাখি বন্ধন উৎসবের আয়োজন করলো হাবড়া বর্ণচোরার

নীরেশ ভৌমিক :- গত ৮ই আগস্ট এবং ৯ই আগস্ট হাবড়া বর্ণচোরার আয়োজনে হাটথুবা গ্রাম সেবা সংঘ জুনিয়র বেসিক স্কুলে( ইউনিট টু) এক বৃক্ষরোপণ উৎসব ও রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। মহাসমারহে ও আনন্দের সাথে উক্ত স্কুলে ১১০ জন ছাত্রছাত্রীর মধ্যে রাখি পরিয়ে ওই দিনটি উদযাপন করা হয়।

হাবড়া বর্ণচোরার কর্ণধার, নাট্যকার ও নির্দেশক সুবীর নারায়ন দাস এবং সংস্থার অন্যান্য নাট্যকর্মীবৃন্দ উপস্থিত থাকেন। এবং হাটথুবা গ্রাম সেবা সংঘ জুনিয়র বেসিক স্কুল( ইউনিট টু) এর শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেন।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজয় কুমার দত্ত বলেন একটা নাট্য সংস্থা বিদ্যালয়ে এসে যে বৃক্ষ রোপণ সহ রাখি বন্ধন উৎসব পালন করল এটা সত্যিই বিরল । তাদের এই প্রচেষ্টাকে তিনি সাধুবাদ জানান।

তিনি আরো জানান যে এই সকল অনুষ্ঠান করলে ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে পরিবেশ ও সৌহার্দ্য সম্পর্কে আরো সচেতন হবে এবং আগামী দিন তাদের সুস্থ জীবন অতিবাহিত হবে।

প্রধান শিক্ষক সুজয় কুমার দত্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে তোমরা গাছ লাগাও প্রাণ বাঁচাও ভাতৃত্বের বন্ধন গড়ে তোল।সুবীর নারায়ন দাস বলেন রাখি বন্ধন হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধন ও সৌহার্দের বন্ধন। তাদের সংস্থার চিন্তাভাবনা হল এইরকম উদ্যোগ ও সামাজিক কাজ ছাত্র-ছাত্রীদের মধ্যে বিলিয়ে দিতে পারলে তাদের ছাত্র জীবন আরও সমাদৃত হবে।

উক্ত অনুষ্ঠানে হাবড়া বর্ণচোরা সংস্থার সদস্যগণ যেমন টুম্পা বসু ,সীমা প্রামানিক, চম্পা শিকদার, প্রিয়াঙ্কা হাওলাদার, রুপা ঘোষ এবং শিশু শিল্পী শাম্ভবি প্রামাণিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পরিবেশিত আবৃত্তি, সঙ্গীত ,নৃত্য পরিবেশন উপস্থিত অভিভাবক অভিভাবিকা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দের আবহাওয়া তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *