ঠাকুরনগরে সাড়ম্বরে অনুষ্ঠিত হল কলাভূমির রাখী বন্ধন উৎসব

নীরেশ ভৌমিক :- অন্যান্য বছরের মত এবারও মহাসমারোহে রাখী বন্ধন উৎসব উদযাপন করে সংস্কৃতির নগর ঠাকুরনগরের অন্যতম নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান কলাভূমির সদস্যরা।

গত ৯ আগস্ট সকালে কলাভূমির সদস্য নৃত্যশিল্পীগণ কলাভূমি অঙ্গনে এসে সমবেত হন। নৃত্য শিক্ষাঙ্গন ফুল-মালায় সাজানো হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য রক্ষার লক্ষ্যে যিনি ১৯০৫ সালে বঙ্গভঙ্গের

প্রতিবাদে কলকাতার রাজপথে মিছিল করেন হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি রক্ষায় রাখী বন্ধন উৎসবের সূচনা করেন, সেই বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

উপস্থিত নৃত্যশিল্পীগণ তাদের নৃত্য প্রশিক্ষক ও প্রখ্যাত নৃত্যশিল্পী কৃষ্ণ বণিকের হাতে সুদৃশ্য রাখী পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর সমবেত নৃত্য শিক্ষার্থীগণ একে অপরের হাতে সৌভ্রাতৃত্বের রাখী পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিশেষে নৃত্যশিল্পীগণ দেশাত্মবোধক সংগীত ও রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন। শিক্ষার্থীগণ পরিবেশিত সংগীত, নৃত্য, আবৃত্তি ও কথায়-কবিতায় ঠাকুরনগর কলাভূমি আয়োজিত এদিনের রাখী বন্ধন উৎসব বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।









