গাইঘাটায় স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান ও মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন ব্লক তৃণমূল কংগ্রেসের

নীরেশ ভৌমিক :- বিগত বৎসরগুলির মতো এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবির এবং সেই সঙ্গে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান, জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে গাইঘাটা ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

১৪ আগস্ট সকালে চাঁদপাড়া বাজার পার্শ্বস্থ তৃণমূল কংগ্রেস কার্যালয় অঙ্গনে দলীয় পতাকা উত্তোলন করে দিনভর নানা অনুষ্ঠানের সূচনা করেন বনগাঁ দক্ষিণের প্রাক্তন বিধায়ক ও বর্ষিয়ান দলনেতা সুরজিৎ কুমার বিশ্বাস।

প্রয়াত দলনেতা গোবিন্দ দাসের স্মরণে নির্মিত সুসজ্জিত মঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন দলনেত্রী তথা গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস ও শিপ্রা বিশ্বাস,

ছিলেন সমিতির কর্মাধ্যক্ষ ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের দলীয় প্রধানগণ। স্বাগত ভাষণে ব্লক-২ সভাপতি শ্যামল বিশ্বাস উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়োজিত কর্মসূচীর সাফল্য কামনা করেন।

আয়োজিত স্বেচ্ছার রক্তদান ও ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজক দলীয় নেতা-কর্মী’গণকে সাধুবাদ জানাতে আসেন বিশিষ্ট দলনেতা সভ্যসাচি দত্ত ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ প্রমূখ।

বিশিষ্ট নেতৃবৃন্দ তাদের বক্তব্যের বাংলা ভাষা ও বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হওয়া এবং সেইসঙ্গে রাজ্যের সার্বিক উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আহ্বান জানান। এদিনের রক্তদান শিবিরে ব্লকের বিভিন্ন গ্রামের ১৯৬ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।

বনগাঁ মহাকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক ডাঃ জি পোদ্দারের নেতৃত্বে স্বাস্থ্যকর্মী’গণ রক্ত সংগ্রহ করেন। বিশিষ্ট সংগীত শিল্পী প্রলয় বিশ্বাসের উদাত্ত কন্ঠে গাওয়া সংগীতের মধ্য দিয়ে আয়োজিত মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের সূচনা হয়।

ব্লক সভাপতি শ্যামল বিশ্বাস জানান, মধ্যরাতে ঠিক ১২ টা ০১ মিনিটে ১৯৪৭ সালে দেশের স্বাধীনতা লাভের পুণ্য ক্ষণে দলনেতা তথা বনগাঁ সাংগঠনিক জেলা কমিটির সভাপতি জাতীয় পতাকা উত্তোলন করবেন।









