বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে রবীন্দ্র নাট্য সংস্থা পালন করলো ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস

নীরেশ ভৌমিক :- রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। ভারত সরকারের অন্যতম প্রকল্প হর ঘর তিরঙ্গা শীর্ষক অনুষ্ঠান পালিত হল এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার প্রবীণ সদস্য দেবব্রত মজুমদার মহাশয়।

স্বাধীনতা দিবসের ইতিহাস ও তাৎপর্য আলোকপাত করেন সংস্থার সম্পাদক প্রদীপ ভট্টাচার্য ও বিশিষ্ট লেখক ও সাংবাদিক পাঁচুগোপাল হাজরা। এদিন অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন স্বাগতা সরকার এবং মেঠো পথের শিল্পী বৃন্দ ইন্দ্রজিৎ নট্ট, মিতা নট্ট, লব বিশ্বাস, চন্দনা বিশ্বাস,

মীনাক্ষী দাস, বাসুদেব দাস, মানিক চক্রবর্তী, অশ্রুকণা খাসকেল, জীবন বিশ্বাস, ঝুনু গুড়িয়া। দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে ঈপ্সিতা নট্ট, এবং দেশাত্মবোধক আবৃত্ত করে শিশু শিল্পী আলোকবর্তিকা ভট্টাচার্য।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পাদক প্রদীপ ভট্টাচার্য। রবীন্দ্র নাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য বলেন আগামী প্রজন্মের কাছে দেশাত্মবোধ তুলে ধরতে ও দেশ মাতৃকা কে সুরক্ষিত রাখার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন।

হর ঘর তিরঙ্গা এই অনুষ্ঠানে রবীন্দ্র নাট্য সংস্থার সকল সহযোগী সহযোদ্ধা সদস্যরা হলেন হলেন ঋতুপর্ণা মুখার্জি, দেবব্রত মজুমদার, পবিত্র সরকার, গৌতম চক্রবর্তী, অঞ্জলি মৃধা, সৃজিতা রক্ষিত, শ্রাবন্তিকা ঘোষ, প্রিয়া দাস, দিয়া মিস্ত্রি, সম্পাদক প্রদীপ ভট্টাচার্য।









