স্বাধীনতা দিবসে বৃক্ষচারা রোপন ও বিতরন মিশন তপোবনে

নীরেশ ভৌমিক : অন্যান্য বছরের মত এবারও মর্যাদা সহকারে দেশের স্বাধীনতা দিবস উদযাপন করে গাইঘাটার ডেওপুল মিশন তপোবনের সদস্যগণ। এদিন সকালে মিশন তপোবন বিদ্যামন্দির অঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা হয়।

স্বাধীনতা আন্দোলন ও দিনটির তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা সংগ্ৰামের বীর বিপ্লবিদের স্মরণ করে মূল্যবান বক্তব্য রাখেন মিশন এর প্রাণপুরুষ সুভাষ মহন্ত। শিক্ষালয়ের কঁচিকাচা শিক্ষার্থীরা সংগীত আবৃত্তি,নৃত্য কথা ও কবিতায় দিনটিকে আকর্ষণীয় করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান নলিনী রঞ্জন সানা,শিক্ষক পিন্টু সমাদ্দার তপন মন্ডল,প্রনব পাল প্রমুখ।স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে আম,আমলকি,ছাড়াও হরিতকি,বহেরা সহ বিভিন্ন ভেষজ গাছের চারা প্রদান করা হয়।

পরিশেষে উদ্যোক্তরা মিশন প্রাঙ্গনে বিভিন্ন মূলবান গাছের চারা রোপন করেন।মধ্যাগ্নে সকলের জন্য ছিল আহারের ব্যবস্থা। বিশিষ্ট সমাজ কর্মী সুভাষ বাবু জানান,প্রতি বছর ২১ শে জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে ১৫ ই আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানের উদ্যোগে মিশন এর সদস্যারা

দেশের বিভিন্ন রাজ্য এমন কি প্রতিবেশি বিভিন্ন রাজ্যেও বিভিন্ন গাছের চারা রোপন করে থাকেন। আমাদের চারপাশের প্রকৃতি ও পরিবেশকে স্বচ্ছ নির্মল করে রাখতে মিশনের এই ক্ষুদ্র প্রয়াস বলে পরিবেশ প্রেমী সমাজ কর্মী শ্রী মোহান্ত আরোও জানান।

স্বাধীনতা দিবসে বৃক্ষচারা বিতারন ও রোপন কর্মসূচিতে উপস্থিত বৃক্ষ ও পরিবেশ প্রেমী মানুষজনের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।









