আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরসর্ম্বধনা

স্বাধীনতা দিবস উপলক্ষে টাকির অন্যতম নাট্যদল, ‘আমরা অমলকান্তি’ ও ‘টাকি রিক্রিয়েশন ক্লাবের’ যৌথ উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

নীরেশ ভৌমিক :- আজ স্বাধীনতা দিবস উপলক্ষে টাকির অন্যতম নাট্যদল, আমরা অমলকান্তি সকালে ৮-৩০ মিঃ টাকি রিক্রিয়েশন ক্লাবের সাথে যৌথ ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে ও স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

তারপর প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা অমলকান্তির সদস্য/ সদস্যারা বসিরহাটের দুটি অনাথ আশ্রমে সকাল ১১-৩০ মিঃ থেকে বিকাল ৫-৩০ মিঃ পর্যন্ত নাটকের কর্মশালা , মুখোশ তৈরীর কর্মশালা পরিচালনা করে।

একটি অনাথ আশ্রম, ছোটো জিরাকপুর লাইফ লাইন হ্যাপি হোম আর একটি, শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম। মুখোশের কর্মশালার প্রশিক্ষণ হিসাবে ছিলেন বিশিষ্ট অভিনেতা, নির্দেশক ও নাট্যকর্মী, লাল্টু দাস।

নাটকের কর্মশালা পরিচালনা করেন আমরা অমলকান্তি নাট্যদলের সিন্টু পাল, সাম্পান বন্দ্যোপাধ্যায় , রনজিৎ অধিকারি ও ভাস্কর পাল। সবশেষে শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে উভয় অনাথ আশ্রমের ৪৫ জন শিশু কিশোরের হাতে দলের পক্ষ হতে বিছানার চাদর, সতরঞ্চি, খাতা,

দুটো পেন, একটি পেন্সিল রং বাক্স, দুপুরের খাবার ও বিকালের টিফিন তুলে দেওয়া হলো। বেশ কিছু সহৃদয় মানুষের দানে এই কর্মকাণ্ড প্রত্যেক বছর করা হয়। সমাপ্তি অনুষ্ঠানে দলের সভাপতি, সুদীপ্ত ব্যানার্জী স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন ও কেন স্বাধীনতা দিবসের দিন এই ধরনের

কর্মকাণ্ড এই নাট্যদল বিগত ৪ বছর ধরে করে আসছে সেটা ব্যাখ্যা করেন। আগামী দিনে এই কর্মকাণ্ড আরও প্রসারিত হবে বলে তিনি জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে সন্দীপন জানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *