আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরসাংস্কৃতিক অনুষ্ঠান

গোবরডাঙ্গা নাবিক নাট্যমের স্বাধীনতা দিবস উদযাপন

নীরেশ ভৌমিক :- প্রতি বারের মত এবারও স্বাধীনতা দিবস উদযাপন করলো গোবরডাঙ্গা নাবিক নাট্যম। ১৫ অগাস্ট ২০২৫ গোবরডাঙ্গা নাবিক নাট্যম ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করলো যার শিরোনাম ছিল “হর ঘর তিরঙ্গা”।

সকাল ন’টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পতাকা উত্তোলন করেন দলের প্রতিষ্ঠাতা শ্রী সোমনাথ রাহা। বিভিন্ন গুণীজন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরেন, পথ চলতি মানুষ এবং এলাকার বিভিন্ন ঘরে দলের পক্ষ থেকে পতাকা তুলে দেওয়া হয়।

সন্ধ্যেবেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান গোবরডাঙ্গা ভট্টাচার্য পাড়া অন্নপূর্ণা প্যালেসে অনুষ্ঠিত হলো একটি মনোরম উৎসব। নৃত্য, আবৃত্তি, সংগীত এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের নানা গল্প এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আকৃতি, অলিভিয়া, সায়নী, অহনা, সৃজা, সৌরজ্যোতি, শুভঙ্কর, বর্ষা, ঈপ্সিতা, রুমকি, শ্রুতি, সোনালী, গৌরব, মেঘা,দিবাকর,রাজু, শর্মিষ্ঠা এবং আরো অনেকে এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল নৃত্যাল্পনার নৃত্য, ১৫ জন নৃত্যশিল্পী সুন্দর চারটি নৃত্য প্রদর্শন করেন,

তাছাড়াও উপস্থিত ছিলেন এই অঞ্চলের বিভিন্ন সংস্কৃতিপ্রেমী মানুষ। সব মিলিয়ে হর ঘর তিরঙ্গা অনুষ্ঠানটি বেশ জমজমাট হয়ে উঠেছিল । জাতীয় সংগীতের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কমবেশি ১৩০ জন দর্শক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *