আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবর

৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে ‘একটি প্রযোজনা’

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- ১৫ই অগাস্ট সারা দেশে সাড়ম্বরে পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। প্রতি বছরের মত এবছর একটি প্রযোজনা নাট্যসংস্থা জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করল ৭৯তম স্বাধীনতা দিবস।

এদিন সকাল ১০টায় বসিরহাট বড় জিরাকপুরে সংস্থার মহলাকক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন সেনাকর্মী প্রভাকর দাস। তিনি স্বাধীনতার ইতিহাসকে সুন্দরভাবে তুলে ধরেন তাঁর বক্তব্যের মাধ্যমে এবং বর্তমান তরুনদেরকে দেশভক্তিতে উদ্বুদ্ধ করেন।

আর এক প্রাক্তন সেনাকর্মী শ্রী অসীম দাস বীরসৈনিক নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এরপর জাতীয় সঙ্গীত উচ্চারিত হয় একটি প্রযোজনা’র কলাকুশলীর সাথে উপস্থিত সকলের কন্ঠে। আবৃত্তি পরিবেশন করে তিতলী, সুস্মিতা, অন্বেষা, চন্দ্রজিৎ, হিরন্ময়। দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে আরাধ্যা, সঞ্চিতা, পৌষালী ও সুস্মিতা।

পাশাপাশি একটি প্রযোজনা’র অন্যতম সদস্যা অর্পিতা হালদারের তত্বাবধানে বালিগঞ্জ বিদ্যালয় ও শিল্প শিক্ষায়তন ও কালিদাসী মিত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধক অনুষ্ঠান পরিবেশন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *