রবীন্দ্র নাট্য সংস্থার বিশেষ নাট্য কর্মশালা ‘থিয়েটার ইন এডুকেশন’

নীরেশ ভৌমিক:- থিয়েটার ইন এডুকেশন এই প্রকল্পে রবীন্দ্র নাট্য সংস্থার বিশেষ নাট্য কর্মশালা অনুষ্ঠিত হলো চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে । গত ২১ শে আগস্ট এই কর্মশালা শুরু হয়েছিল শেষ হয়েছে ২৩ শে আগস্ট।

অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ২৮ জন শিশু কিশোর এই কর্মশালায় অংশ নেয়। একুশে আগস্ট এই নাট্যকর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষকান্তি দাস মহাশয়। উপস্থিত ছিলেন সাংবাদিক পাঁচু গোপাল হাজরা, রবীন্দ্র নাট্য সংস্থার সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য।

কর্মশালায় ছাত্রছাত্রীরা চারটি বিভাগে চারটি নাটক উপস্থাপন করে প্রতিটি নাটকে সামাজিক অবক্ষয়ের পুনঃনির্মাণের কথা বলা হয়েছে। নারী নির্যাতন, শিক্ষকদের প্রতি অত্যাচার, বৃক্ষ ছেদন এই ছিল নাটকের বিষয়। তিন দিনের এই নাট্য কর্মশালায় প্রশিক্ষণ দেন পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য।

শেষ দিনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পীযূষকান্তি দাস মহাশয়, ক্রীড়াবিদ ইসমাইল সরদার, সাংবাদিক জাহাঙ্গীর হাবিব, সাংবাদিক রেজোয়ানুর হাবিব, সাংবাদিক সুব্রত দাস, সাংবাদিক মেহেদী সানি প্রমুখ ব্যক্তিবর্গ।

সমগ্র কর্মশালায় তিন দিনে রবীন্দ্রনাথের সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, নাট্য শিল্পী পবিত্র সরকার এবং দেবব্রত মজুমদার।









