ঠাকুরনগর বর্ণমালার অন্তরঙ্গ নাট্যোৎসব

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- স্বাধীনতার মাসে ঠাকুরনগর বর্ণমালা সারা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমীর আর্থিক সহযোগিতায় ; সম্প্রতি ঠাকুরনগর বর্ণমালা’র আয়োজনে অনুষ্ঠিত হলো একদিনের “বর্ণমালা অন্তরঙ্গ নাট্য উৎসব ২০২৫।

” প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাতৃসেনা ট্রাস্টের সভানেত্রী শ্রীমতি সোমা ঠাকুর। শ্রীমতি সোমা ঠাকুরকে বর্ণমালা স্মারক সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া উপস্থিত ছিলেন লোকসংগীত শিল্পী ঝর্ণা মন্ডল, সংগীত শিল্পী রিনা শিকদার, নাট্যকার সোমা মজুমদার, সাংবাদিক নীরেশ ভৌমিক প্রমূখ। নৃত্য গুরু তন্ময় প্রসাদ ও পূজা বিশ্বাসের পরিচালনায়, বর্ণমালার নৃত্যশিল্পীদের নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

গোবরডাঙ্গা শিল্পাঞ্জলির পরিবেশনায় নাটক “দা পোট্রেট অফ এন ওল্ড ম্যান” পরিবেশিত হয়। সর্বশেষ ইন্দ্রনীল ঘোষ পরিচালিত, ঠাকুরনগর বর্ণমালা পরিবেশিত “ইছামতির তীরে” নাটকটি দর্শক সমাদৃত হয়।

“সামগ্রিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ ভট্টাচার্য। নাটক শিক্ষারই অঙ্গ। বর্ণমালার সাংস্কৃতিক ভাবনা চিন্তার পাশাপাশি ; পরিবেশ ভাবনার বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত ; দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে: সকল অতিথি, নাট্যকর্মী ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়।

বর্ণমালার নাট্যকর্মী ইন্দ্রনীল বলেন –” অবিশ্রান্ত বৃষ্টিকে উপেক্ষা করে অন্তরঙ্গ নাট্যোৎসবের আয়োজন করা হয়ছে। ঠাকুরনগরে থিয়েটার হল নেই ; আগামীতে একটি থিয়েটার হল নির্মাণ করে ;থিয়েটার চর্চার পথকে আরো সুগম করতে চাই। “









