অবলা প্রানীদের এক বেলার খাওয়ালো “নীল আকাশ ” সংস্থা

নীরেশ ভৌমিক :- ২৪ শে আগস্ট “নীল আকাশ ” সংস্থা অভুক্ত, অবলা প্রানীদের এক বেলার খাওয়া নোর এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছিল যা বকচরা বাজার থেকে শুরু করে ঝাউডাঙ্গা অঞ্চলে ওলিতে, গলিতে, রাস্তার ধারে সমগ্র জায়গায় থাকা অবলা,

অভুক্ত দের খাওয়ানো হয়েছে ( মাংস ভাত) এক জন সমাজ সেবক বা সেবিকা কেবল মাএ অসহায়, অভুক্ত মানুষ দের পাশে নয় বরং আমাদের সকলের উচিৎ এই অভুক্ত, অসহায় প্রানী গুলির পাশে ও দাঁড়ানো কারণ তারা ও তো আমাদের সমাজের ই একটা অংশ , তারাও এই একই ছাদের নীচে থাকে।

তবুও কিছু মানুষ তাদের গায়ে অকারনে হাত তোলে, গায়ে গরম জল ছুরে মারে তাদের খেতে নাই দিতে পারুক ,তারা চায় ও না কারোর কাছে এক বেলার খাবার,,, তবে কেন তাদের প্রতি আমরা বিরুপ ?

তাই ” নীল আকাশ ” সংস্থা আজ কেবল অসহায় মানুষদের পাশে নয় , অসহায়, অভুক্ত প্রানীদের পাশে ও দাঁড়িয়েছে, ভবিষ্যৎ এ ও আমরা থাকবো।










