আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউন্নয়নের খবরজেলার খবররাজনৈতিক দলের খবর।

গাইঘাটায় দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্পে দারুন সাড়া

নীরেশ ভৌমিক : গত ৬ আগস্ট গাইঘাটার সীমান্তবর্তী ঝাউডাঙ্গা অঞ্চলে শুরু হয় দুয়ারে সরকার এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের নতুন ‘আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প’।

উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন বিডিও নীলাদ্রি সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, সহ-সভাপতি অজয় দত্ত ও জেলা পরিষদ সদস্যা শিপ্রা বিশ্বাস প্রমূখ বিশিষ্টজন।

পঞ্চায়েত প্রধান আন্না বিশ্বাস অধিকারী ও উপ-প্রধান সমীর বিশ্বাস সকলকে স্বাগত জানান।চাঁদপাড়ার পঞ্চায়েত প্রধান দীপক দাস এর ব্যবস্থাপনায় ২০ আগস্ট থেকে অঞ্চলের ৪১ টি বুথে শুরু হয় দুয়ারে সরকার সহ পাড়ায় সমাধান প্রকল্পের ১৫টি কর্মসূচী নির্ধারণের কাজ।

২২ আগস্ট ঢাকুরিয়া গ্রামের দু’টি স্কুলে ১০ টি বুথে পাড়ায় সমাধান কর্মসূচী সম্পন্ন হয়। পরদিন চাঁদপাড়া বাণী বিদ্যাবীথি উচ্চ বিদ্যালয় দুয়ারে সরকার এবং সেইসঙ্গে পাড়ায় সমাধান কর্মসূচী সম্পন্ন হয়।

দুয়ার সরকারে লক্ষীর ভান্ডার, মানবিক, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষাণ ক্রেডিট কার্ড, তপশিলি আদিবাসী এবং ওবিসি শংসাপত্র প্রদান, মৎস্যজীবী নিবন্ধীকরণ, পরিযায়ী শ্রম ও কল্যাণ, প্রাণী পালন, বাংলা কৃষি যোজনা ও বিদ্যুতের নতুন কানেকশান ও বকেয়া বিলের এককালীন

জমায় মুকুবের সুবিধা ইত্যাদি প্রকল্পে অঞ্চল কর্মীগণ আবেদন করেন। ২৫ আগস্ট মন্ডলপাড়া হাইস্কুলে অনুষ্ঠিত দুয়ারে সরকার ও সমাধান প্রকল্পে অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষজন অংশগ্রহণ করেন।

এদিনও মন্ডলপাড়া স্কুলে গ্রামের ১০টি বুথের পাড়ায় সমাধান কর্মসূচী সম্পন্ন হয়।অঞ্চলের বিভিন্ন শিবিরে ব্লক ও গ্রাম পঞ্চায়েতের কর্মীগণ ছাড়াও কর্মসূচীকে সার্থক করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ব্লকের বিডিও,

পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, ব্লকের নবাগত জয়েন্ট ভিডিও ময়ূখ ব্যানার্জী, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস, কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, অঞ্জনা বৈদ্য, বাপী দাস প্রমূখ।

সকলের সহযোগিতায় সমস্ত কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শিবিরে আগত গ্রামবাসী’গণের মধ্যেও নতুন পাড়ায় সমাধান প্রকল্পকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *