গোবরডাঙ্গায় সংস্কার ভারতীর অখন্ড ভারত দিবস উদযাপন

নীরেশ ভৌমিক : অখণ্ড ভারত গড়ে তোলার লক্ষ্যে জাতির ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ এর অন্তর্ভুক্ত উত্তর ২৪ পরগনা জেলা শাখা।

গত ১৬ আগস্ট অপরাহ্নে গোবরডাঙ্গার পৌর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সংগঠনের জেলা নেতৃত্ব শিক্ষক সুকুমার নাথ, ডাঃ নারায়ণ চন্দ্র কর ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত দে। জেলা সম্পাদিকা সুপ্রীতি নাথ সকলকে স্বাগত জানান।

সদস্য’গণ বিশিষ্টজনদের উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নেন। সমবেত কন্ঠে দেশাত্মবোধক সংগীত ও বিশিষ্টজন কর্তৃক মঙ্গলদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়।

স্বাগত ভাষণে শিক্ষিকা সুপ্রীতি দেবী সংস্কার ভারতী এবং আয়োজিত অনুষ্ঠানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব ব্যক্ত করেন।

শিক্ষক সুকুমার বাবু সুদূর প্রাচীনকাল থেকে ভারতবর্ষের সুমহান ঐতিহ্য তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন এবং সেই সঙ্গে ভারতবর্ষের সেই প্রাচীন ঐতিহ্য এবং অখণ্ড ভারত গড়ে তুলতে আপামর দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে অখন্ড ভারত দিবস আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনিমা দাস মজুমদার ও সহ শিল্পীগন পরিবেশিত সমবেত কীর্তন গান এবং ভাব সংগীত ও নৃত্যানুষ্ঠান উপস্থিত দর্শক সাধারনকে মুগ্ধ করে।

পরিশেষে বিশিষ্ট নাট্যনির্দেশক অমিত দে’র নির্দেশনায় দেশের স্বাধীনতা আন্দোলনের উপর সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ শাখা প্রযোজিত দেশাত্মবোধক নাটক ‘কেন চেয়ে আছো গো মা’ সমবেত দর্শক সাধারনের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে।

বাংলার প্রথম মহিলা রাজবন্দী ননীবালা দেবীর আপসহীন সংগ্রামী জীবনের কাহিনী অবলম্বনে পরিবেশিত দেশাত্মবোধক নাটকটি উপস্থিত দর্শক মন্ডলীর হৃদয়কে স্পর্শ করে। জন্মাষ্টমী উপলক্ষে সংস্কার ভারতীর জেলা শাখা আয়োজিত এদিনের ‘অখণ্ড ভারত দিবস’ উদযাপন অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।









