আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানঅরাজনৈতিকজেলার খবরনাট্যানুষ্ঠানপ্রতিভার সন্ধানেবিনোদনসাংস্কৃতিক অনুষ্ঠান

থিয়েটার ইন এডুকেশনের দ্বিতীয় পর্বে রবীন্দ্র নাট্য সংস্থার বিশেষ নাট্য কর্মশালা অনুষ্ঠিত

নীরেশ ভৌমিক : থিয়েটার ইন এডুকেশন এই প্রকল্পে রবীন্দ্র নাট্য সংস্থার দ্বিতীয় পর্বের বিশেষ নাট্য কর্মশালা অনুষ্ঠিত হলো খাঁটুরা প্রীতিলতা শিক্ষা নিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ে । গত ২৬ শে আগস্ট এই কর্মশালা শুরু হয়েছিল শেষ হয়েছে ২৮ শে আগস্ট।

পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ২৪ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেয়। ২৬ শে আগস্ট এই নাট্যকর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিনী ভট্টাচার্য মহাশয়া।

উপস্থিত ছিলেন সাংবাদিক ও প্রাক্তন শিক্ষক নীরেশচন্দ্র ভৌমিক, রবীন্দ্র নাট্য সংস্থার সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য। কর্মশালায় ছাত্রীরা চারটি বিভাগে চারটি নাটক উপস্থাপন করে প্রতিটি নাটকে সামাজিক অবক্ষয়ের পুনঃনির্মাণের কথা বলা হয়েছে।

নারী নির্যাতন, বাল্যবিবাহ, মোবাইল ফোন আসক্তি এই ছিল নাটকের বিষয়। তিন দিনের এই নাট্য কর্মশালায় প্রশিক্ষণ দেন পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য।

শেষ দিনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষকা নন্দিনী ভট্টাচার্য মহাশয়া, প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট বিজ্ঞান গবেষক দীপককুমার দাঁ প্রমুখ ব্যক্তিবর্গ। কর্মশালার শেষে সকল ছাত্রীকে শংসাপত্র প্রদান করা হয়।

সমগ্র কর্মশালায় তিন দিনে রবীন্দ্র নাট্য সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, নাট্য শিল্পী পবিত্র সরকার, দিয়া দাস, অতনু বিশ্বাস এবং দেবব্রত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *