মথুরাপুর ব্লকে একই দিনে ইফকোর দুটি কৃষক সভা অনুষ্ঠিত

নীরেশ ভৌমিকঃ দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-২ ব্লকে একই দিনে দুটি কৃষি আলোচনা চক্রের আযোজন করে, ভারতবর্ষের প্রথম সার প্রস্তুতকারী সংস্থা ইফকো। গত ২৯ আগস্ট মথুরাপুরের কৈলাশপুর গ্রামে এবং অন্যটি নরেন্দ্রপুর গ্রামে অনুষ্ঠিত কৃষক সভায় মোট ৯৫জন কৃষিজীবী মানুষ উপস্থিত ছিলেন।

কৃষক সভায় ইফাকোর জেলার ক্ষেত্র প্রবন্ধক এবং সার ও কৃষি বিশেষজ্ঞ মিঃ রীতেশ ঝা ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) সারের গুনাগুন ও কৃষি জমি এবং ফসলে ব্যবহারের পদ্ধতি বিশদে ব্যক্ত করেন।

সেই সঙ্গে ইফাকোর সাগরিকা, বায়ো ফার্টিলাইজার ও প্রাকৃতিক পটাশ ইত্যাদি সার জমিতে ব্যবহারের পদ্ধতি এবং উপকারিতাও তুলে ধরেন। বিভিন্ন কীটনাশক ফসলে ব্যবহারের বিষয়েও আলোচনা করেন।

শুধু তাই নয়, কৃষি বিশেষজ্ঞ মিঃ ঝা এদিন উপস্থিত কৃষকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। এদিনের অনুষ্ঠিত দুটি কৃষক সভায় উপস্থিত কৃষকগণের মধ্যে কৃষি বিষয়ক আলোচনাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।









