আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরপ্রতিভার সন্ধানেবিনোদনসাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপাড়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত ফিমেল পাওয়ার-এর এক্সিবিশন

নীরেশ ভৌমিক :- আসন্ন শারদোৎসবের প্রাক্কালে এক প্রাক্ পূজা এক্সিবিশনের আয়োজন করে চাঁদপাড়ার নবগঠিত ‘ফিমেল পাওয়ার অফিসিয়াল পেজ’ সংগঠনের সদস্যরা।

সংগঠনের অন্যতম কর্ণধার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান কর্মদ্যোগী বৈশাখী বর বিশ্বাসের আহ্বানে গত ৩১ আগষ্ট মধ্যাহ্নে চাঁদপাড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন আনন্দ সংঘের পুজো প্রাঙ্গনে মঙ্গল দীপ প্রজ্জ্বলন করে চারদিন ব্যাপী আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্য সভার সাংসদ মমতা ঠাকুর।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস,

গাইঘাটা থানার ভারপ্রাপ্ত ও.সি. রাখহরি ঘোষ, ছিলেন সমাজ কর্মী শিক্ষক শ্যামল বিশ্বাস, নরোত্তম বিশ্বাস, সব্যসাচী ভট্ট ও মণ্ডলপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ প্রমুখ।

অন্যতম উদ্যোক্তা সমাজকর্মী বৈশাখী দেবী সকলকে স্বাগত জানান, বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে কর্মদ্যোগী বৈশাখীর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সেই সঙ্গে আয়োজিত এক্সিবিশনের সাফল্য কামনা করেন।

আয়োজিত এক্সিবিশনের ২৫ টি স্টলে রেডিমেড পোষাক, শাড়ি, ইমিটেশন, কসমেটিক্স, নানা ধরনের অলংকার, বিভিন্ন প্রকারের হস্তশিল্প এবং সেই সঙ্গে ফাস্টফুড সহ নানা খাদ্য সামগ্রীর পসরা স্থান পায়।

প্রতিদিন অপরাহ্ণ থেকে মেলায় বহু মানুষের বিশেষ করে মহিলা ও শিশুদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। মেলা প্রাঙ্গনের সুসজ্জিত মঞ্চে সংগীত ও নৃত্য প্রতিযোগিতা ছাড়াও ছিল ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা।

প্রতিদিন সন্ধ্যে থেকে পরিবেশিত সংগীত ও নৃত্যের অনুষ্ঠানে বহু সংস্কৃতিপ্রেমী মানুষজনের উপস্থিতি চোখে পড়ে। প্রতিদিন নানা অনুষ্ঠান ও বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক্সিবিশন ও উৎসব অঙ্গন মুখরিত হয়ে ওঠে।

বিশিষ্ট সংগীত শিল্পী অমিতাংশু সাহা, অর্ণব চ্যাটার্জী, গৌতম বিশ্বাস ও রকি সরকার প্রমুখের আন্তরিক প্রয়াসে সমগ্র অনুষ্ঠান ও প্রদর্শনী সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *