আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

কৃষিরাজ্যসভা ও সমাবেশ

বারাসতের শাসনে ইফকোর কৃষক সভা অনুষ্ঠিত

নীরেশ ভৌমিক : গত ৫ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত-২ ব্লকের শাসন গ্রামে মে ভারতবর্ষের প্রথম সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিং (IFFCO) এর উদ্যোগে ও ব্যবস্থাপনার এলেকার কৃষকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্লকের বিভিন্ন গ্রামের ৫৫ জন কৃষিজীবী মানুষ উপস্থিত হন। সভায় ইফকোর ফিল্ড ম্যানেজার বিশিষ্ট কৃষি ও সার বিশেষঞ্জ মিঃ রীতেশ ঝা উপস্থিত কৃষকদের সামনে ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও

ন্যানো ডি,এ,পি-(তরল) সারের গুনাগুন এবং কৃষিজমি ও ফমলে ব্যবহারের প্রযোজনীয়তা এবং সেই সঙ্গে এই তরল সার ব্যবহার পদ্ধতি বিশদে ব্যক্ত করেন। এছাড়া ইফকোর বায়োফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ

ও বিভিন্ন কীটনাশক ব্যবহারের পদ্ধতির উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষন দেন মিঃ ঝাঁ। এদিনের কৃষি আলোচনা চক্রে সভাকে ঘিরে সমবেত কৃষকদের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *