ভোরের শহরে তাঁদের দৌড়ের পদধ্বনি মিলিয়ে গেল এক স্লোগানে—”জীবন হোক নিরাপদ, সমাজ হোক সচেতন।”

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- ভোরের শহর তখনও ঘুমোচ্ছে। আকাশে টিপটিপ ভোরের তারা, তারই ফাঁক গলে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে জমে উঠেছে এক আলাদা উন্মাদনা। বিবেকানন্দ মূর্তির পাদদেশে দাঁড়িয়ে ডাকে যেন নতুন প্রজন্মকে- সচেতন হও, এগিয়ে চলো। আর সেই ডাকেই সাড়া দিয়ে ৫ই সেপ্টেম্বর সকালে শুরু হল তৃতীয় রাজ্য রেড রান ম্যারাথন।প্রায় ২৫০ জন তরতাজা তরুণ-তরুণী ছুটল লাল ফিতেতে বাঁধা পথে, হাতে একটাই বার্তা— “এইডস সচেতনতা হোক জীবনের শপথ”।

কেবল দৌড় নয়, এ যেন প্রতিজ্ঞার যাত্রা।উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশ কমিশনার শ্রী মুকেশ, বিশেষ সচিব ইউনিস ঋষিণ ইসমাইল এবং স্বাস্থ্য সচিব ড. স্বপন সুরেন। তাঁদের কণ্ঠে একই সুর— খেলাধুলার মধ্য দিয়ে সমাজে সচেতনতার বার্তা পৌঁছোক। দৌড় শেষে বিজয়ের হাসি ছড়াল পঞ্চানন বেড় ও শম্পা গায়েনের মুখে। আবারও প্রমাণ হল, গ্রাম-শহরের সীমান্ত মুছে গিয়ে তরুণ প্রজন্ম এক সূত্রে বাঁধা পড়ছে ক্রীড়া আর সচেতনতার রঙে।

৫০ বছরের ঊর্ধ্বে অংশগ্রহণকারীদের হাঁটাতেও ছিল সমান উৎসাহ। সেখানে জাহানারা খাতুন যেন হয়ে উঠলেন দৃঢ়তার প্রতীক- বয়স শুধু সংখ্যা, ইচ্ছাশক্তিই আসল পুঁজি। সবশেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল স্মারক ও পুরস্কার, আর প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে সার্টিফিকেট— যেন প্রত্যেকে থেকে যায় এই সচেতনতার দূত হয়ে। অক্টোবর মাসে নাগাল্যান্ডে জাতীয় রেড রান ম্যারাথনে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবে চার তরুণ-তরুণী। ভোরের শহরে তাঁদের দৌড়ের পদধ্বনি মিলিয়ে গেল এক স্লোগানে—”জীবন হোক নিরাপদ, সমাজ হোক সচেতন।”










