সেবার সাহিত্য সভায় সংবর্ধিত কবি ও শিক্ষিকা কল্পনা দেবী

নীরেশ ভৌমিক : জন্ম মাসে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী সমীর চ্যাটার্জীর কন্ঠে উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে গত ৩০ আগস্ট মধ্যাহ্নে শুরু হয় গোবরডাঙ্গার সেবা ফার্মার্স সমিতি আয়োজিত ৬৯ তম সাহিত্য সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।

এদিনের সভায় পৌরহিত্য করেন বিশিষ্ট কবি টুলু সেন। ছিলেন বর্ষীয়ান সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস ও প্রবীণ সাংবাদিক সরোজ কান্তি চক্রবর্তী। সেবা সমিতির সভাপতি সংস্কৃতিপ্রেমী হিমাদ্রী গোমস্তা স্বাগত ভাষণে আয়োজিত সাহিত্য সভা এবং সেই সঙ্গে সমিতির নতুন প্রকল্প ও সেবামূলক বিভিন্ন কর্মসূচীর উল্লেখ করে মনোজ্ঞ ভাষণ দান করেন।

বিশিষ্ট কবি ও সাংবাদিক পাঁচুগোপাল হাজরা সদ্য প্রয়াত দুই প্রবীণ কবি নীলাদ্রি বিশ্বাস ও তীর্থঙ্কর মৈত্রকে স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারুণ্যের কবি সুকান্তকে স্মরণ করে তাঁর কাব্য প্রতিভার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন কবি টুলু সেন।

এদিন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কল্পনা ঘোষ দস্তিদারকে উদ্যোক্তারা উত্তরীয়, পুষ্পস্তবক, মানপত্র ও নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন। মানপত্র পাঠ করে সেবার অন্যতম সেবিকা প্রতিমা চক্রবর্তী। প্ৰবীনা শিক্ষিকা কল্পনা দেবী তাঁর কাব্য ও সাহিত্যচর্চা, শিক্ষাজীবন তুলে ধরে বক্তব্য রাখেন এবং সেই সঙ্গে কবিতা ও সাহিত্য পাঠ করে শোনান।

দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে শোনান কবি প্রবীর হালদার। কবি সুকান্তের জীবনীর উপর স্বরচিত কবিতা পাঠ করে শোনান তরুণ কবি রাজু সরকার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্যান্য কবি সাহিত্যিকগণ স্বরচিত কবিতা পাঠ করেন। ছোটদের কন্ঠে কবিতা আবৃত্তি বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।

কবি সাহিত্যিকগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে সেবা ফার্মার্স সমিতি আয়োজিত এদিনের সাহিত্য সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান এবং বিশিষ্ট কবি কাকলি রায়ের সূচারু সঞ্চালনায় অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।










