আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরসর্ম্বধনাসাংস্কৃতিক অনুষ্ঠান

গাইঘাটা রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষক দিবস পালন

নীরেশ ভৌমিক : অন্যান্য বছরের মতো এবারও গত ৫ সেপ্টেম্বর মহাসমারোহে স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, মহান দার্শনিক ও আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর ১৩৮ তম জন্মদিন মহাসমারোহে উদযাপন করে গাইঘাটা রামকৃষ্ণ সেবাশ্রম ও গাইঘাটা বিবেকানন্দ স্মৃতি মনিমেলার সদস্যরা।

তাঁদের বক্তব্যে আশ্রমে প্রাণপুরুষ শিক্ষক শংকর নাথের আহ্বানে আগত বিশিষ্ট ব্যক্তিগণ তাঁদের বক্তব্যে জাতীয় শিক্ষক ডঃ রাধাকৃষ্ণানের আদর্শ ও কর্মের উপর আলোকপাত করে দিনটির তাৎপর্য ব্যক্ত করেন।

আয়োজিত অনুষ্ঠানে আশ্রমের আবাসিক পড়ুয়া ও মনিমেলার সদস্য, শিক্ষার্থীগণ সংগীত, নৃত্য ও কথায়-কবিতায় ডঃ রাধা কৃষ্ণানকে স্মরণ করে ও শ্রদ্ধা জানায়।

নানা অনুষ্ঠানে ও বহু শিক্ষানুরাগী মানুষজনের উপস্থিতিতে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠান মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *