আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

রাজ্য

হাবড়ার কলতানে শুরু হল ৪ দিন ব্যাপী হাবড়া নান্দনিক উৎসব ২০২৫

সংবাদদাতা : আজ ১৮ সেপ্টেম্বর হাবড়া নান্দনিক নাট্যদলের পক্ষ থেকে অন্তিম পর্যায়ের নাট্যোৎসব ২০২৪-২৫ এর আয়োজন করা হয়। হাবড়া কলতান মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৪ দিনব্যাপী (১৮-২১ সেপ্টেম্বর) উৎসবের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা গোপিকান্ত চট্টোপাধ্যায়, অনুষ্ঠানের উদ্বোধক নাট্য ব্যক্তিত্ব রাজা গুহ, এলাকার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা ও উপ-পৌরপ্রধান সীতাংশু দাস প্রমুখ।

গোপিকান্ত চট্টোপাধ্যায়কে এবছরের ‘নান্দনিক সম্মান’ প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত মেহমানদের ফুলগাছ, স্মারক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।

তারপর অভ্যাগতরা জেলার নাট্যচর্চা ও প্রচার- প্রসারে নান্দনিকের ভূমিকা নিয়ে আলোচনা করে উত্তরোত্তর দলের শ্রীবৃদ্ধি কামনা করেন। রাজা গুহ জানান, “নাট্য আকাদেমির অর্থানুকুল্যে বহু নাট্যদল আজ উজ্জীবিত। নাট্যানুষ্ঠানের প্রদীপটা জ্বলতে থাক।

” নারায়ণচন্দ্র সাহা বলেন,”নান্দনিক এলাকার নাট্যচর্চার পথিকৃৎ। নতুন- নতুন নাটকের দল গঠন হলে পৌরসভা সর্বতো ভাবে দলগুলোর সঙ্গে থাকবে।”৪দিনের অনুষ্ঠানে দেনাপাওনা, আমি নটি, দাঙ্গা, শাস্তি, খনন, দেবীগর্জন, তোমার চোখে, রণভূমি ও মেরি মাটি মেরা দেশ

নামক মূকাভিনয় সহ মোট ৮টি নাটক মঞ্চস্থ হবে বলে নান্দনিকের নির্দেশক দেবব্রত দাস জানান। দলের অন্যতম সংগঠক তিমির বিশ্বাসের সংযোজন- “বছরভর বিভিন্ন পর্ব অতিক্রম করে আমরা অন্তিম পর্বে এসে পৌঁছলাম।

সুস্থ- সংস্কৃতি রক্ষায় একটি সফল, শ্রেষ্ঠ উৎসব আমরা এলাকাবাসীকে উপহার দেবার চেষ্টা করেছি মাত্র। এই নাট্যাভিযান আমাদের জারি থাকবে।” প্রথম দিনের অনুষ্ঠানের নান্দনিক উপস্থাপনা উপস্থিত নাট্যমোদী দর্শকসাধারণকে প্রাণিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *