বারুইপুরের শ্রীকৃষ্ণপুর গ্রামে ইফকোর কৃষক সভা

নীরেশ ভৌমিক : দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর (গোয়ালবেরিয়া) গ্রামে, গত ১৯ শে সেপ্টেম্বর দেশের ঐতিহ্যবাহী সার প্রস্তুতকারী ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিঃ (IFFCO) এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় এক কৃষক সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকার বিভিন্ন গ্রামের ৫২ জন কৃষিজীবী মানুষ উপস্থিত ছিলেন। সভায় ইফকোর কলকাতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষি বিশেষজ্ঞ অজিত ভট্টাচার্য ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) সারের গুনাগুন ও জমি ও ফসলে এই সারের প্রয়োগ পদ্ধতি সব বিস্তারে সমবেদ কৃষকদের সামনে তুলে ধরেন এবং সেই সঙ্গে ইফকোর

সাগরিকা, প্রাকৃতিক পটাশ, বায়োফার্টিলাইজার সহ ফসলের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কীটনাশক এর ব্যাপারে বিশদে আলোচনা করেন শ্রী ভট্টাচার্য ও জেলার ক্ষেত্র প্রবন্ধক মি: রীতেশ ঝা। এ দিনের সভায় উপস্থিত কৃষিজীবী মানুষজনের মধ্যে সভাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ চোখে পড়ে।













