কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে মহালয়ায় ঐতিহ্যবাহী গণ-তর্পণ

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে মহালয়ার সকালে অনুষ্ঠিত হলো বার্ষিক গণতর্পণ। পূর্বপুরুষদের তৃপ্তি ও স্মরণে প্রতি বছরের মতো এ বছরও দেড় শতাধিক ভক্ত-শ্রদ্ধালু এই আয়োজনে অংশ নেন। মূল মন্দিরে পূজা ও সমবেত প্রার্থনার পর পৌরোহিত্যে রাজা মুখোপাধ্যায় শ্রদ্ধালুরা মন্ত্রোচ্চারণ করে কুশ, তিল মেশানো জল, চাল, দুধ ও সাদা ফুল নিবেদন করেন। নগেন্দ্র মঠের পবিত্র প্রাঙ্গণে রাধা-কৃষ্ণ, ভগবান শিব, দেবী কালী এবং মহর্ষি নগেন্দ্রনাথের বিশেষ পূজার আয়োজনও করা হয়। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন নগেন্দ্র মিশনের সভাপতি গৌরহরি শাসমল ও মঠের সম্পাদক ড. রবীন্দ্রনাথ কর।

সহযোগিতায় অংশ নেন সঞ্জয় ভট্টাচার্য, সমর চট্টোপাধ্যায় এবং দেবাশিস বোস। ড. রবীন্দ্রনাথ কর জানান, “মহর্ষি নগেন্দ্রনাথের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং প্রচলিত রীতি মেনে প্রতিবছরই ভক্তি ও নিষ্ঠার সঙ্গে গণতর্পণের আয়োজন করা হয়।”অন্যদিকে মহর্ষি নগেন্দ্রনাথের পরিবারের প্রতিনিধি ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের মঠে মহর্ষি নগেন্দ্রনাথ ও ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর নির্দেশিত রীতি অনুসারে প্রতি বছরই গণতর্পণ পালিত হয়। এ বছরও তিল তর্পণের সেই ঐতিহ্য অটুট রাখা হয়েছে।”আধ্যাত্মিক আবহে ভরপুর এই আয়োজন ভক্তদের মনে গভীর ভক্তি, শ্রদ্ধা ও পূর্বপুরুষ স্মরণের আবেগ জাগিয়ে তোলে।











