আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠাননাট্যানুষ্ঠানপ্রতিভার সন্ধানেবিনোদনরাজ্য

জাতীয় নাট্য কর্মশালা অনুষ্ঠিত হল মছলন্দপুরের পদাতিক মঞ্চে

নীরেশ ভৌমিক : মছলন্দপুর এর পদাতিক মঞ্চে হয়ে গেল একটি জাতীয় নাট্য কর্মশালা। গত ২২শে সেপ্টেম্বর ২০২৫ মছলন্দপুর ইমন মাইম সেন্টার এবং গোবরডাঙা নাবিক নাট্যম, এই দুই নাট্যদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল সারাদিনের এই নাট্য কর্মশালা।

আগে আসার ভিত্তিতে ৩৫ জন থিয়েটার শিক্ষার্থী নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সারাদিনের এই নাটক কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বেশ কয়েকটি জাতীয় পুরস্কার প্রাপ্ত, ভারত সরকারের চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য এবং জাতীয়ভাবে প্রতিষ্ঠিত,

লাখিমপুর আসামের অভিনব থিয়েটার-এর নাট্য পরিচালক শ্রী দয়াল কৃষ্ণ নাথ। অভিনেতার উচ্চারণ, অভিব্যক্তি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া সহ নাটকের বিভিন্ন অঙ্গ নিয়ে তিনি এই কর্মশালায় আলোচনা ও নানা রকম খেলার মাধ্যমে সেগুলির অভ্যাস করার শিক্ষা দেন।

উপস্থিত শিক্ষার্থীরা প্রবল আগ্রহ ও উৎসাহ নিয়ে আনন্দের সঙ্গে দয়ালবাবুর প্রশিক্ষণে এই কর্মশালাটি উপভোগ করে। কর্মশালাটিতে সমন্বয়ক এর কাজটি করেছেন গোবরডাঙা নবিক নাট্যম-এর পরিচালক জীবন অধিকারী, যাতে এই কর্মশালায় নতুন আনন্দ যোগ করে।

মছলন্দপুর ইমন মাইম সেন্টার-এর পরিচালক ধীরাজ হাওলাদার বলেন, “দয়ালবাবুর মত এমন একজন গুণী মানুষকে আমাদের এই আয়োজনের অংশ হিসাবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি,

এবং তার সহজ ও মনোগ্রাহী নাট্যশিক্ষা দানের পদ্ধতিটি খুব ভালো লেগেছে।” শেষে অংশগ্রহণকারীদের মানপত্র প্রদানের মাধ্যমে এদিনের কর্মশালার সমাপ্তি ঘোষণা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *