পারফেক্ট টাইম সাহিত্য ও সংস্কৃতি

অপেক্ষা শেষে
শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়
সময়ের টিলায় দাঁড়িয়ে থাকা পাখি
এগিয়ে যায় নদীর দিকে,
শরীরে রাখে পরিখার গোপন কথা
শূন্য পথে সূর্য দাঁড়ায়
তাই সে পথে ফেরা নেই ডানা ঝাপটানোর
ওদিকে খড়ম ভেজা অলস বিকেল
ওকে তো ফিরতেই হবে অপেক্ষা শেষে…

কবির কথা : কবির পরিবার হাওড়া পায়রাটুঙির জমিদার বংশ হলেও কবির পিতামহ পারিবারিক কারণে চলে আসেন হাওড়ার বালিতে। সেই সূত্রেই কবির জন্ম হাওড়ার বালিতে। পড়াশোনা বিজ্ঞান বিভাগে। উচ্চশিক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। কর্মসূত্রে শিক্ষিকার দায়িত্ব পালন এবং বিবাহ সূত্রে নদিয়ার রানাঘাটে আসা। পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, নেশায় – কবি ও সাংবাদিক স্বামীর উৎসাহেই তাঁর লেখালিখি শুরু। সম্পাদিত পত্রিকা – কবিতা প্রয়াস। নেশা – কবিতা লেখা, সাংবাদিকতা, গ্রন্থ পাঠ, সংগীত চর্চা এবং কিছুটা লেখালিখির চেষ্টা।











