আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরধর্মীয় খবর।সর্ম্বধনা

বাংলাদেশ সীমান্ত থেকে ঢিলছোঁড়া দুরত্বে বয়রা কিশোর সংঘের পূজো প্যান্ডেলের দ্বার উদ্ঘাটন করলেন, বাগদার বিধায়িকা মধুপর্ণা ঠাকুর

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাংলাদেশ সীমান্ত থেকে ঢিলছোঁড়া দুরত্বে অবস্থিত বয়রা কিশোর সংঘের পূজো প্যান্ডেলের দ্বার উদ্ঘাটন করলেন, বাগদার বিধায়িকা মধুপর্ণা ঠাকুর।বিধায়িকা সংঘের গেটে পৌঁছাতেই স্থানীয় মা-বোনেরা পূষ্পবৃষ্টি করতে করতে মঞ্চে নিয়ে যায়।

পরে সংক্ষিপ্ত বক্তব্যদান শেষে প্রবেশ দ্বারের ফিতে কেটে কিশোর সংঘের প্যান্ডেলের দ্বার উদ্ঘাটন কালে বিধায়িকার সঙ্গে ছিলেন, পঞ্চায়েত সমিতির সহঃ সভাপতি তরুণ ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্যা রাখী মন্ডল,

পশ্চিম ব্লক তৃনমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী প্রতিমা রায়, বয়রা পঞ্চায়েত প্রধান সুশমা মন্ডল, সমাজ সেবক তথা বাগদা পূর্ব ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কিংকর মন্ডল ও বাগদার বিশিষ্ট সাংবাদিক উত্তম কুমার সাহা।

বিধায়িকা প্রবেশ দ্বারের ফিতে কেটে মন্ডবে প্রবেশ করে প্রতিমার সামনে রাখা মঙ্গল দীপ প্রজ্জ্বলন করে শারদোৎসবের শুভ সূচনা করেন বিধায়িকা ও সঙ্গে থাকা বিশিষ্টজনেরা। শুরুতে অনুষ্ঠান মঞ্চে অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরন করে নেন সংঘের মহিলা সদস্যারা।

বক্তব্য রাখেন, বাগদার বিধায়িকা মধুপর্ণা ঠাকুর, পঞ্চায়েত সমিতির সহঃ সভাপতি তরুণ ঘোষ, সমাজ সেবক তথা বাগদা পূর্ব ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কিংকর মন্ডল প্রমূখ।

উল্লেখ্য, অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর ও মনোগ্রাহী করে তুলতে উক্ত সংঘের সভাপতি দিলীপ সিংহ রায়, সম্পাদক সৌরভ মন্ডল, মূখ্য উপদেষ্টা সূর্যকান্ত সমাদ্দার ও গৌর ঘোষের অবদান ছিল প্রশংসার যোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *