আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরসাংস্কৃতিক অনুষ্ঠান

জন্মদিনে বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা গাইঘাটার ছেকাটি প্রাথমিকের

নীরেশ ভৌমিক : গত ২৬শে সেকাটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করেন। সকালেই বিদ্যালয় অঙ্গনে পন্ডিত ঈশ্বরচন্দ্রের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন গাইঘাটা পূর্ব চক্রের বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর বসু ।

একইসঙ্গে প্রতিষ্ঠিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজী সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন যথাক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাব্রতী শ্যামল বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইলা রানী মন্ডল।

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও গ্রাম শিক্ষা কমিটির সভাপতি চন্দ্রকান্ত দাস, সাংবাদিক তপন কুমার মন্ডল প্রমুখ ।বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ সকলের কপালে চন্দন তিলক ও ফুল গাছের চারা প্রদানে বরণ করেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে জন্মদিনে বিদ্যালয়ে বিদ্যাসাগরের এবং সেইসঙ্গে রবীন্দ্রনাথ ও নেতাজী সুভাষের মূর্তি প্রতিষ্ঠার এই মহতী কর্মসূচীকে স্বাগত জানান।

পন্ডিত ঈশ্বরচন্দ্রের জীবন,কর্ম ও আদর্শ এবং সেই সঙ্গে শিক্ষার, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে তার অবদানকে স্মরণ করে মনোজ্ঞ ভাষণ দান করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

ত্রয়ী মনীষীর জীবনপর্বের বৈচিত্র্যময় নানা অধ্যায়ের বিরল আলোকচিত্র প্রদর্শনী সকলের আগ্রহের অন্যতম কারন হ’য়ে ওঠে। পরিশেষে বিদ্যালয়ের কচি-কাঁচা পড়ুয়াগণ পরিবেশিত সংগীত, আবৃত্তি ও নৃত্যের অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *