আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউদ্বোধনউৎসবজেলার খবরধর্মীয় খবর।

গোবরডাঙ্গা গবেষণা পরিষদে ‘ শারদীয়া প্রতিবেশী ‘ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান

নীরেশ ভৌমিক :- গত ২৬ সেপ্টেম্বর চুতুর্থীর দিন মহাসমারোহে অনুষ্ঠিত হয় বিশিষ্ঠ কবি ও সাহিত্যিক বাসুদেব মুখোপাধ্যায় সম্পাদিত সাহিত্য সংস্কৃতি ও সংবাদ পত্রিকা ‘ শারদীয়া প্রতিবেশীর’ প্রকাশ অনুষ্ঠান।

এদিন অপরাহ্নে গোবরডাঙ্গার গবেষণা পরিষদে আয়োজিত পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে পৌরহিত্য করেন প্রবীণ সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, উদ্বোধক বিশিষ্ঠ কবি আজিজুর রহমান সহ অন্যান্যদের মধ্যে ছিলেন প্রখ্যাত কবি

ড. অমৃতলাল বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজকর্মী কালীপদ সরকার, দীপক মিত্র ও ড. সুনীল বিশ্বাস, সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক , সমাজসেবী গোবিন্দ লাল মজুমদার প্রমুখ।

পত্রিকা সম্পাদক বাসুদেব বাবু সকলকে স্বাগত জানান। বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রবীর কুমার হালদারের গাওয়া সঙ্গীতের মধ্য দিয়ে আয়োজিত পত্রিকা প্রকাশ অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

উদ্যোক্তারা এদিন বিশিষ্ঠ পরিবেশবিদ সুকুমার মিত্র ও বিজ্ঞান সাধক দীপক কুমার দাঁকে মানপত্র ও স্বারক উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন। উপস্থিত কবিগণ স্বরচিত কবিতা পাঠে অংশ নেন।

গান গেয়ে শোনান , বাণী সেন মজুমদার ও কেয়া দেবনাথ। এদিনের অনুষ্ঠানে গবরডাঙ্গা পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন সভাপতি ঋতুপর্ণ বিশ্বাস এবং প্রতিবেশী পত্রিকার প্রকাশ করেন বর্ষীয়ান কবি আজিজুর রহমান।

সংস্কৃতিপ্রেমী বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ এবং পত্রিকা সম্পাদক বাসুদেব মুখোপাধ্যায়ের সুচারু পরিচালনায় এদিনের অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *