পুজোয় আলপনা প্রতিযোগিতা গয়েশপুর করুণাময়ী মিশনে

নীরেশ ভৌমিক : বছরভর নানা প্রকার সামাজিক ও শিক্ষামূলক কাজকর্ম করে থাকেন গোবোরডাঙ্গা পার্শ্বস্থ গয়েশপুরের করুণাময়ী মিশনের সদস্যরা। রাখি বন্ধন , বৃক্ষ রোপণ , শিশু বিজ্ঞান কর্মশালা , নাট্য কর্মশালা ও নাট্যোৎসব, অংকন , আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যের প্রশিক্ষণ ,

শিক্ষামূলক ভ্রমণ ইত্যাদি কর্মসূচির সাথে যুক্ত থাকেন প্রতিষ্ঠানের সদস্যরা । মিশন পরিচালিত প্রান্তিক নাট্য তীর্থের কুশলবগণ বহুবছর নাট্যচর্চা , নাটক নির্মাণ ও নাটক পরিবেশন যুক্ত থাকেন।

মিশনে আয়োজিত এবারের দুর্গোৎসব উপলক্ষে নানা প্রতিযোগিতা ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৭ সেপ্টেম্বর দুর্গোৎসবের পঞ্চমীর দিন আয়োজিত মাটির হাঁড়িতে আলপনা প্রদান ,

প্রতিযোগিতার মধ্য দিয়ে দুর্গা পূজা ও উৎসবের সূচনা হয়। এদিন বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগী ছাত্র যুবরা আলপনা আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এদিনের কর্মসূচিতে বিশিষ্ঠজনদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপূর্বরতন মিত্র, গোবরডাঙ্গা সেবা ফর্মাস সমিতির সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী গোবিন্দলাল মজুমদার।

প্রখ্যাত চিত্র শিল্পী ও প্রশিক্ষক কিশোর কুমার মল্লিক এবং প্রবীণ সাংবাদিক পাঁচুগোপাল হাজরা প্রমুখ। বিশিষ্টজনেরা এলাকার ছাত্র যুবদের কল্যাণে গয়েসপুরের এই করুণাময়ী মিশন ও প্রান্তিক নাট্য তীর্থের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।











