আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানঅন্যান্য।উৎসবজেলার খবর

গাইঘাটায় বন্যাদুর্গতদের মধ্যে পোষাক বিতরণ- থানা কতৃপক্ষের

নীরেশ ভৌমিক : অবিরাম বর্ষনে ক্ষতিগ্রস্থ ও ঘরছাড়া মানুষজনের পাশে দাঁড়ালো থানা কতৃপক্ষ। গত ২৯ শে সেপ্টেম্বর গাইঘাটা থানার অফিসার ইনচার্জ রাখহরি ঘোষের নেতৃত্বে

এক প্রতিনিধিদল ব্লকের রামনগর ও সুটিয়া অঞ্চলের বন্যা দুর্গত মানুষজনের হাতে নতুন বস্ত্র ও পোষাক তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

পুরন্দপুর,সুটিয়ার আদিবাসী পাড়া ও হাইস্কুলে আশ্রয়রত বানভাষী মহিলাদের মধ্যে নতুন শাড়ি ও শিশুদের নতুন পোষাক প্রদান করা হয়।ছিলেন বনগাঁর মহকুমা পুলিশ আধিকারিক(SDPO) মিঃ অর্ক পাঁজা।

পুজোর সময় নতুন বস্ত্র ও পোষাক পেয়ে স্বভাবতই খুশি বন্যাদুর্গত অসহায় মানুষজন।এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ গাইঘাটা থানা কতৃপক্ষের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *