আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবরপ্রতিবাদ মিছিলরাজনৈতিক দলের খবর।

দলীয় সাংসদ ও বিধায়কের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে চাঁদপাড়ায় জাতীয় সড়ক অবরোধ বিজেপির

নীরেশ ভৌমিক : উত্তর বঙ্গের কয়েকটি জেলায় অতি ভারি বর্ষনে বানভাসি দুর্গত মানুষজনের পাশে দাঁড়াতে এবং তাঁদের দুঃখ-দুর্দশার কথা কেন্দ্রীয় সরকারের গোচরে আনতে গত ৬ অক্টোবর নাগড়াকাটায় যান মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

সেখানে কিছু দুস্কৃতিবাহিনী রাজ্য পুলিশের উপস্থিতিতে বিজেপির দুই নেতৃত্বের উপর প্রাণঘাতি হামলা চালায়।তাঁদের গাড়ি ভাঙ্চুর হয়।সাংসদ মুর্মূর চোখ ও নাকে গুরুতর আঘাত লাগে।মারাত্বকভাবে আহত হন তিনি।

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হন সাংসদ ও বিধায়ক। রাজ্যের শাসকদলের মদতে সাংসদ ও বিধায়কের উপর এই প্রাণঘাতী হামলার প্রতিবাদে সারা দেশে নিন্দার ঝড় ওঠে।

রাজ্যের বিভিন্ন গ্রাম ও শহরে বিজেপির নেতা কর্মীগন প্রতিবাদ আন্দোলনে নামেন।পরদিন মধ্যাহ্নে গাইঘাটা থানার চাঁদপাড়ায় স্থানীয় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও দলনেতা প্রবীর রায় প্রমুখের নেতৃত্বে জাতীয় সড়ক যশোর রোড অবরোধ করেন দলীয় নেতা কর্মীগন।

পুলিশ এখানেও নীরব দর্শকের ভূমিকা পালন করেন।অবরোধের ফলে ব্যাস্ত সড়কে গাড়ির লাইন পড়ে যায়।চলতে থাকে বক্তৃতা ও স্লোগান।ঘন্টাখানেক পর অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *