আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবররাজনৈতিক দলের খবর।সন্মেলন

গাইঘাটায় জাতীয় কংগ্রেসের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মত এবারও সাড়ম্বরে বিজয়া সম্মেলনের আয়োজন করে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গাইঘাটা ব্লক কংগ্রেস-১ কমিটি। গত ১২ অক্টোবর অপরাহ্ণে চাঁদপাড়া বাজারের ব্লক কমিটি কার্যালয়ে আয়োজিত বিজয়া সম্মেলনে ব্লক সভাপতি পার্থপ্রতিম রায়ের আহ্বানে ব্লকের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ ছাড়াও জেলার কয়েকজন নেতাও উপস্থিত হন।

দলের উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ব্লকের বর্ষিয়ান নেতৃত্ব অবসরপ্রাপ্ত শিক্ষক অমলেন্দু রায়, ভূতপূর্ব জেলা সভাপতি ও বিশিষ্ট দলনেতা অমিত মজুমদার, সালাউদ্দিন ঘরামী, হিরন্ময় দাস, প্রদীপ বিশ্বাস, মনোতোষ সাহা, কৃষ্ণপদ চক্রবর্তী, সত্যপদ মন্ডল, আইনজীবী অনিমেষ দাস ও যুবনেতৃত্ব বিশ্বজিৎ নন্দী প্রমুখ।

দলের গাইঘাটা ব্লক-১ কমিটির সভাপতি পার্থ বাবু উপস্থিত নেতৃবৃন্দ সহ সমবেত সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ পরস্পরের মধ্যে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করেন। ব্লক নেতৃত্ব সকলকে চা ও মিষ্টিমুখে আপ্যায়িত করেন।

বিজয়ার প্রীতি শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে দলকে শক্তিশালী ও জনমুখী করে তোলার ব্যাপারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সেই সঙ্গে ইছামতী ও যমুনা নদী সংস্কার, জাতীয় সড়ক যশোর রোড সম্প্রসারণ এবং বনগাঁ-বাগদা রেলপথ নির্মাণের কাজ অবিলম্বে শুরু করার দাবিতে সাধারণ মানুষজনকে সাথে নিয়ে আন্দোলনে নামার কথা বলেন।

দলনেতা অমিতবাবু আগামী ১৫ অক্টোবর বসিরহাটে দলের আসন্ন বিজয়া সম্মেলনে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানান। পরবর্তীতে ৩১ অক্টোবর প্রয়াত দলনেত্রী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে বনগাঁ ও বাগদাতে কর্মসূচী গ্রহণের আহ্বান জানানো হয়।

আগামীতে এ আইসিসি সদস্য অধীর চৌধুরীকে নিয়ে জেলায় বড় সভা করার ব্যাপারেও আলোচনা হয়। এদিনের বিজয়া সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত কংগ্রেস নেতা ও কর্মীগণের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *