আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

উৎসবজেলার খবরনাট্যানুষ্ঠানবিনোদনসাংস্কৃতিক অনুষ্ঠান

দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে পালিত হল বিদ্যাসাগরের জন্মদিবস এবং বিজয়া সম্মেলনী অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে ‘দৃষ্টি’র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র শিল্পশালায় পালিত হল বিদ্যাসাগরের জন্মদিবস এবং একই সাথে আয়োজিত হল এবছরের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানটি।

গত ১১ই অক্টোবর শনিবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে ‘দৃষ্টি’র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র শিল্পশালায় পালিত হল বিদ্যাসাগরের জন্মদিবস এবং একই সাথে আয়োজিত হল এবছরের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানটি।

নিজেদের নাট্য চর্চার পাশাপাশি দত্তপুকুর দৃষ্টি সারা বছর ব্যাপিই নিয়মিত ভাবে বিভিন্ন সাংস্কৃতিক ও সমাজকল্যাণমূলক উৎসব অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এদিনের সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিল নাট্যদলের ছোটো সদ্যসেরা।

এদিন ঠিক সন্ধ্যা ৬:৩০ টায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ছবিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয় এবং এরপর আগত সম্মানীয় অতিথিরা এই দিনটির তাৎপর্য বিষয়ে তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন। এছাড়া দর্শকদের মধ্যে থেকেও উপস্থিত অনেকে নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে এদিনের সান্ধ্য আবহকে আরও সমৃদ্ধ করে তোলেন।

সবশেষে ‘দৃষ্টি’র ক্ষুদে শিল্পীদের আয়োজন ও অংশগ্রহণে মঞ্চস্থ হয় একটি হাস্যরসাত্মক নাটক – ” সত্যদার কোচিং সেন্টার “, খুব স্বল্প পরিসরে আয়োজন করা হলেও প্রায় ৩৫ থেকে ৪০ জনের উপস্থিতি এদিনের বিজয়ার সমাবেশে এক অন্য মাত্রা যোগ করে।

সমগ্র অনুষ্ঠানটির শেষে দত্তপুকুর দৃষ্টির পক্ষ থেকে বিজয়া দশমী উপলক্ষে সকলের জন্য একটি নৈশভোজ ও মিষ্টিমুখের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।নিজেদের নাট্য চর্চার পাশাপাশি দত্তপুকুর দৃষ্টি সারা বছর ব্যাপিই নিয়মিত ভাবে বিভিন্ন সাংস্কৃতিক ও সমাজকল্যাণমূলক উৎসব অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

এদিনের সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিল নাট্যদলের ছোটো সদ্যসেরা। এদিন ঠিক সন্ধ্যা ৬:৩০ টায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ছবিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয় এবং এরপর আগত সম্মানীয় অতিথিরা এই দিনটির তাৎপর্য বিষয়ে তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন। এছাড়া দর্শকদের মধ্যে থেকেও উপস্থিত অনেকে নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে এদিনের সান্ধ্য আবহকে আরও সমৃদ্ধ করে তোলেন।

সবশেষে ‘দৃষ্টি’র ক্ষুদে শিল্পীদের আয়োজন ও অংশগ্রহণে মঞ্চস্থ হয় একটি হাস্যরসাত্মক নাটক – ” সত্যদার কোচিং সেন্টার “, খুব স্বল্প পরিসরে আয়োজন করা হলেও প্রায় ৩৫ থেকে ৪০ জনের উপস্থিতি এদিনের বিজয়ার সমাবেশে এক অন্য মাত্রা যোগ করে। সমগ্র অনুষ্ঠানটির শেষে দত্তপুকুর দৃষ্টির পক্ষ থেকে বিজয়া দশমী উপলক্ষে সকলের জন্য একটি নৈশভোজ ও মিষ্টিমুখের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *