৫০ জন কচিকাচার হাতে শারদীয়ার উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দিল ঠাকুরনগর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম

নীরেশ ভৌমিক : ঠাকুরনগর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবছরেও শুভ মহালয়ার পূর্ণ লগ্নে প্রায় ৫০ জন কচিকাচার হাতে শারদীয়ার উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এবং কিছু দুস্থ মায়েদের হাতে নতুন কাপড় তুলে দেওয়া হয়। গাজনা বিষ্ণুপুর সহ ঠাকুরনগরের বেশ কিছু এলাকায় এই সেবা কার্য করা হয়।

এই সেবা কার্যে উপস্থিত ছিলেন আশ্রমের সভাপতি কমল চক্রবর্তী সহ আরো গুরু ভাইয়েরা ও গুরু মায়েরা। সংস্থার সম্পাদক সুভাষ বাবু বলেন আমরা প্রতিবছর নতুন বস্ত্র ছাড়াও শীতকালে কম্বল বিতরণ ও দুস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান করি।

আশ্রম গুরু ভাই ভাস্কর বাবু বলেন আমরা স্কুলে বিবেক বাহিনী তৈরি করে তাদের শারীরিক এবং মানসিক প্রশিক্ষণ দিয়ে থাকে। ও সপ্তাহ একদিন মায়েদের নিয়ে মা সারদা দেবীর জীবনী পাঠ আলোচনা করা হয়।











