আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানঅরাজনৈতিকজেলার খবরবিনোদনসভা ও সমাবেশ

হেলেঞ্চা ‘আলোর দিশারী’ সংস্থার হৃদয়ছোঁয়া মানবিক উদ্যোগে ১৫০ জন অসহায় বৃদ্ধ-বৃদ্ধার মুখে ফুঁটলো এক অনাবিল আনন্দের হাসি

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দীপাবলির দিন হেলেঞ্চায় ‘আলোর দিশারী’ সংস্থার হৃদয়ছোঁয়া মানবিক উদ্যোগে ১৫০ জন অসহায় বৃদ্ধ-বৃদ্ধার মুখে ফুটল আনন্দের হাসি। আজ ২১শে অক্টোবর ২০২৫ দীপাবলির শুভ লগ্নে সমাজ কল্যাণ মূলক সংগঠন ‘আলোর দিশারী’ আবারও প্রমাণ করলো মানবিকতার আলোই আসলে প্রকৃত দীপাবলি।

সংগঠনটি তাদের প্রতিশ্রুতি মতো আজ হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজন করল এক অনন্য সামাজিক অনুষ্ঠান, যেখানে ১৫০ জন অসহায় ও দরিদ্র বৃদ্ধ-বৃদ্ধা অংশ নেন এবং দিনভর উপভোগ করেন ভালোবাসা, যত্ন ও আনন্দে ভরা মুহূর্তগুলি।সকাল ১১টা থেকে শুরু হয় অনুষ্ঠান।

আমন্ত্রিত অতিথিদের চন্দনের ফোঁটা ও ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর হাতে তুলে দেওয়া হয় চা-বিস্কুট, যা এক উষ্ণ আন্তরিকতার পরিবেশ সৃষ্টি করে। সংগঠনের শিল্পীদের পরিবেশনায় চলতে থাকে মন ছুঁয়ে যাওয়া বাউল সঙ্গীত, যা প্রবীণদের মুখে এনে দেয় প্রশান্ত হাসি।

এদিনে আমন্ত্রিতদের জন্য অন্যতম আকর্ষণ ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ শিবির, যেখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ব্লাড সুগার পরীক্ষায়। দুপুরের মধ্যাহ্নভোজে যাচাই ভাবে পরিবেশিত হয়, মুগের ডাল, আলুর চিপস্, মুরগির মাংস বা পনির, চাটনি, পাপড় ও মিষ্টি।

ভোজন শেষে একাধিক সুসজ্জিত গাড়িতে করে প্রবীণদের নিয়ে কালীতীর্থ হেলেঞ্চার বিভিন্ন কালী পুজোর মণ্ডপ পরিদর্শন করান ‘আলোর দিশারী’র’ সদস্যরা। সন্ধ্যায় তারা নিজের হাতেই প্রজ্বলন করেন ১০০টি প্রদীপ, যার আলোয় শোভাবর্ধন করতে থাকে পুরো হেলেঞ্চা বাসস্ট্যান্ড এলাকা।

সেই সঙ্গে উৎসবের আবহে চলছিল আতশবাজির ঝলকানি। দিনের শেষে প্রত্যেক বৃদ্ধ-বৃদ্ধার হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র (কম্বল/শাড়ি), সঙ্গে চলে পুরনো অথচ ব্যবহারযোগ্য বস্ত্র বিতরণ শিবির। সমাজের নানা প্রান্ত থেকে আগত মানুষরা স্বতঃস্ফূর্ত ভাবে এই উদ্যোগে অংশ নেয় এবং সহায়তার হাত বাড়িয়ে দেন।

এই মানবিক অনুষ্ঠানটিতে হেলেঞ্চার অন্যতম সমাজ কল্যাণ মূলক সংগঠন “আলোর দিশারী’র সভাপতি বাচ্চু বিশ্বাস ও সম্পাদক সুজল বৈদ্যের আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়মানবিক অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করতে হাজির ছিলেন, বাগদা গ্রামীণ হাসপাতালের স্বনামধন্য ডাক্তার বাবু

ডাঃ মৃদুল সাহা(এম.ডি), প্রক্তন শিক্ষক বাদল কৃষ্ণ সরকার, প্রাক্তন শিক্ষক রনজিত কুমার রায়, শিক্ষক হরিদাস বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক স্বপন মণ্ডল, বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক উত্তম কুমার সাহা প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন, সংগঠনটির সম্পাদক সুজল বৈদ্য। সুজল বাবু পারফেক্ট টাইম নিউজ পোর্টালকে জানান, তাঁদের আজকের কর্মসূচীর সাথে আগামী দিনও জলছত্র পুরনো কাপড় বিতরণের মধ্য দিয়ে এ বছরের দীপাবলির কর্মসূচী সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *